• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বন বিভাগের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সন্মেলন                    বিলাইছড়িতে আগুনে ৬টি বসতঘর পুড়েছে, আহত ১                    পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের স্বাধীনতা ও জাতীয় দিবস কর্মসূচি পালন                    রাবিপ্রবি’তে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত                    বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধীতে বিজিবির মহাপরিচালকের পক্ষে শ্রদ্ধা নিবেদন                    রাঙামাটিতে নতুন সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা                    রাঙামাটি সদর উপজেলা পরিষদের দরপত্র প্রকাশ নিয়ে গোপণীয়তার অভিযোগ                    কাপ্তাইয়ে গাছ কাটার অনুমতি না থাকায় ব্রীজ নির্মাণে অশ্চিয়তা                    সুখ-শান্তি কামনায় বালুখালীবাসীর মহাসংঘদান                    বরকলে অজ্ঞাত রোগে ৫ জনের মৃত্যু, ১৪ জন অসুস্থ, এলাকায় আতংক                    রাঙামাটিতে জেনারেল হাসপাতালের সাথে সনাকের অ্যাডভোকেসি সভা                    গ্রামবাসীদের উচ্ছেদ বন্ধের দাবীতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি                    স্বপ্ন প্রতিবন্ধীর সভাপতি ত্রিনা চাকমা ও সম্পাদক প্রদীপ চৌধুরী                    ঘাতক ট্রাক প্রাণ কেড়ে নিল রাঙামাটি সরকারি কলেজের মেধাবী শিক্ষাথী সালেহিনের                    চ্যাম্পিয়ন লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ                    রাঙামাটিতে ড.রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন                    রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত,আহত ২৭                    পানিতে ডুবে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীর মৃত্যু                    পাহাড়ে অসহায় ও গরীব মানুষের প্রাথমিক চিকিৎসায় সেবায় দুদিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন                    রাঙামাটির রিজার্ভ মুখ এলাকায় অগ্নিকান্ডে ২টি বসতঘর পুড়েছে                    পাহাড়ে বন রক্ষায় ও বন্যপ্রাণী সংরক্ষণে ড্রোন প্রযুক্তি সংযোজনের উদ্বোধন                    
 
ads

জুরাছড়িতে ভুয়া সাংবাদিকের উৎপাত বেড়েছে!

সুমন্ত চাকমা,জুরাছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Dec 2016   Thursday

রাঙামাটির জুরাছড়ি উপজেলায় ভুয়া সাংবাদিকের উৎপাত বেড়েছে! উপজেলায় কর্মরত স্থানীয় সাংবাদিকদের অভিযোগ এই ভূয়া সাংবাদিক চক্রটি কোন প্রকার গণমাধ্যমে জড়িত না থেকেও সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে যাচ্ছেন। উপরন্তু গঠনতন্ত্রের বর্হিভূতভাবে অনলাইন প্রেস ক্লাব গঠন করেছে। এতে জুড়াছড়িতে প্রকৃতভাবে যারা জাতীয় ও স্থানীয় গণমাধ্যমগুলোতে কাজ করছেন তারা বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে। 

 

খোজ নিয়ে জানা যায়,রাঙামাটির দুর্গম উপজেলা হচ্ছে জুরাছড়ি। উপজেলার বস্তনিষ্ট সংবাদ সংগ্রহ ও প্রত্যন্ত অঞ্চল জুরাছড়ির পিছিয়ে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের খবরাখবর জানিয়ে যাচ্ছেন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। কিন্তু গেল ২৬ ডিসেম্বর উপজেলার বস্তনিষ্ট সংবাদ সংগ্রহ ও প্রত্যন্ত অঞ্চল জুরাছড়ির পিছিয়ে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের খবরাখবর জানানোকে দোহাই দিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে ভুবন জয় সরকারী প্রাথমিক বিদ্যালয় সভা কক্ষে অনলাইন প্রেস ক্লাব এর আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে সত্য প্রিয় চাকমাকে আহবায়ক মহারঞ্জন চাকমাকে সদস্য সচিব এবং ধন রতন চাকমা, সুশান্ত চাকমা, এলি চাকমা, সুদিব্য চাকমা ও বেবী চাকমাকে সদস্য গঠন করা হয় বলে প্রকৃতভাবে কর্মরত স্থানীয় সাংবাদিকদের দাবী।


সূত্র আরো জানায়, গঠিত অনলাইন প্রেস ক্লাবের আহবায়ক কমিটির মধ্যে যারা রয়েছেন তাদের মধ্যে সত্য প্রিয় চাকমা রাঙামাটি স্থানীয় জৈনক এক বেসরকারী সংস্থার পরিচালক। মহারঞ্জন চাকমা ইউপিডিএফর সাবেক সভাপতি ছিলেন। ধন রতন চাকমা আনসার ভিডিপির ইউনিয়ন দল নেতা। সুশান্ত চাকমা চাকমা ভূবন জয় সরকারী উচ্চ বিদ্যালয়ের সেচ্ছা সেবক। এছাড়া এলি চাকমা, সুদিব্য চাকমা, বেবী চাকমা হচ্ছেন শিক্ষার্থী।


সংশ্লিষ্ট কমিটির আহ্বায়ক মহারঞ্জন চাকমা ও সদস্য ধন রতন চাকমা সাথে যোগাযোগ করা হলে তারা জানান, আমরা এখনো কোন পত্রিকা কিংবা অনলাইন পত্রিকার প্রতিনিধি কিংবা সংবাদদাতা নয়। তবে আগামী ১জানুয়ারী আলোচনার মাধ্যমে কে কোন পত্রিকায় কাজ করবে তার নির্ধারণ করা হবে।


এদিকে পানছড়ি ভুবন জয় সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষক নিত্যা নন্দ চাকমা জানান গেল ২৬ ও ২৭ ডিসেম্বর শীতকালিন স্কুল বন্ধ ছিল। বিদ্যালয়ে এরই মধ্যে কোন সভা হয়নি।


জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। তবে যাদেরকে নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে তারা উপজেলায় সংবাদ সংগ্রহ কিংবা পত্রিকার প্রতিনিধি রয়েছেন বলে মনে হয় না।


জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকমা জানান, কোন পত্রিকা কিংবা অনলাইন পত্রিকা সম্পাকের অনুমতি ছাড়া সাংবাদিক দাবী বৈধ্যতা নয়। যদি কেউ এ দাবী করে থাকেন তাহলে এটি আইনগত দন্ডনীয়। এছাড়া অনলাইন প্রেস ক্লাব গঠন বিষয়ে উপজেলা পরিষদকে অবগত করা হয়নি।


রাঙামাটির প্রবীন সাংবাদিক রাঙামাটির প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে জানান,গণমাধ্যমে যারা প্রকৃত পক্ষে জড়িত তাদের জন্য প্রেস ক্লাব। এ ক্লাব গঠন কিংবা সদস্য লাভের জন্য অবশ্যই কোন না কোন পত্রিকার নিয়োগ প্রাপ্ত হতে হয়। যদি কেউ পত্রিকার সাথে নিযুক্ত না থেকে থাকেন তাহলে এই ধরনের প্রেস ক্লাব গঠন করা উচিত হবে না।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ