• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বন বিভাগের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সন্মেলন                    বিলাইছড়িতে আগুনে ৬টি বসতঘর পুড়েছে, আহত ১                    পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের স্বাধীনতা ও জাতীয় দিবস কর্মসূচি পালন                    রাবিপ্রবি’তে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত                    বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধীতে বিজিবির মহাপরিচালকের পক্ষে শ্রদ্ধা নিবেদন                    রাঙামাটিতে নতুন সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা                    রাঙামাটি সদর উপজেলা পরিষদের দরপত্র প্রকাশ নিয়ে গোপণীয়তার অভিযোগ                    কাপ্তাইয়ে গাছ কাটার অনুমতি না থাকায় ব্রীজ নির্মাণে অশ্চিয়তা                    সুখ-শান্তি কামনায় বালুখালীবাসীর মহাসংঘদান                    বরকলে অজ্ঞাত রোগে ৫ জনের মৃত্যু, ১৪ জন অসুস্থ, এলাকায় আতংক                    রাঙামাটিতে জেনারেল হাসপাতালের সাথে সনাকের অ্যাডভোকেসি সভা                    গ্রামবাসীদের উচ্ছেদ বন্ধের দাবীতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি                    স্বপ্ন প্রতিবন্ধীর সভাপতি ত্রিনা চাকমা ও সম্পাদক প্রদীপ চৌধুরী                    ঘাতক ট্রাক প্রাণ কেড়ে নিল রাঙামাটি সরকারি কলেজের মেধাবী শিক্ষাথী সালেহিনের                    চ্যাম্পিয়ন লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ                    রাঙামাটিতে ড.রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন                    রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত,আহত ২৭                    পানিতে ডুবে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীর মৃত্যু                    পাহাড়ে অসহায় ও গরীব মানুষের প্রাথমিক চিকিৎসায় সেবায় দুদিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন                    রাঙামাটির রিজার্ভ মুখ এলাকায় অগ্নিকান্ডে ২টি বসতঘর পুড়েছে                    পাহাড়ে বন রক্ষায় ও বন্যপ্রাণী সংরক্ষণে ড্রোন প্রযুক্তি সংযোজনের উদ্বোধন                    
 
ads

লামায় পাহাড়ী এক বৃদ্ধ মহিলার জমি জবর-দখলের উদ্দেশ্যে হামলা

Published: 27 Apr 2017   Thursday

লামায় জবর দখল করার উদ্দেশ্যে হামলা চালিয়ে অংমাউ মার্মার নামীয় ৭১ শতক জায়গায় স্থীত কাটাতারের ঘেরা বেড়া কেটে ও সীমানা পিলার ভেঙ্গে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল ৮ টায় লামা পৌরসভার মধুঝিরি, মাষ্টার পাড়ার বৈদ্যোর জমিতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

 

অভিযোগে জানা গেছে, লামা পৌরসভার ৭নং ওয়ার্ডের মধুঝিরি এলাকার জাহানা বেগমের নেতৃত্বে অংমাউ মার্মা নামীয় ৪৭২ নং খতিয়ানের অংশের ০.৭১ শতক (একাত্তর শতক) জায়গায় অনধিকার প্রবেশ করে জবর দখল করার উদ্দেশ্যে হামলা চালায়। হামলাকারীরা উক্ত জায়গায় স্থিত খুটি, পিলার, ও কাঁটা তারের বেড়া কেটে এবং সম্পূর্ন কাচা ও পাকা পিলার তুলে ভেঙ্গে ফেলে। এছাড়া ০৪ বছর বয়সী ১২টি রূপালী ও বার্মিজ আমের চারা গোড়া থেকে তুলে ফেলে ও ফসলের ক্ষতি সাধন করে। হামলাকারীরা জাহানারা বেগম (৪৫), স্বামী- মোঃ আলমগীর, আনোয়ার হোসেন সোহেল (২৮), পিতা- মোঃ আলমগীর, আকরাম হোসেন জুয়েল (৩২), পিতা- মোঃ আলমগীর, হেলাল উদ্দিন (৪০) , পিতা-অজ্ঞাত (১নং বিবাদীর ছোট ভাই), রফিকুল ইসলাম রনি (২৫), পিতা-লিয়াকত আলী ধারালো দা, ছুরি, কাটিং প্লাস, হাতুড়ী ও লাঠি নিয়ে হামলা চালায় বলে অভিযোগে জানা যায়। জবর দখল করার উদ্দেশ্যে হামলা চলাকালীন সময়ে অংমাউ মার্মা বাধাঁ দিতে গেলে হামলাকারীরা অশালীন ভাষায় গাল মন্দ করে দা, ছুরি নিয়ে হামলা করার চেষ্টা করে।


এ সময় আনোয়ার হোসেন সোহেল,আকরাম হোসেন জুয়েল অংমাউ মার্মাকে হুমকী দিয়ে বলে, তুই যদি এই জমিতে নামিস তাহলে তোকে কেঁটে হত্যা করব। তাদের হাতে থাকা ধারালো অস্ত্র ও হুমকিতে ভয় পেয়ে সন্ত্রস্ত হয়ে পড়েন অংমাউ মার্মা।


অংমাউ মার্মা জানান, হামলাকারীরা আরও হুমকি দিয়ে বলে এই ঘটনায় তুই যদি কোথাও মামলা করিস তাহলে তোর ছেলেদের গুম করে হত্যা করব। আমি উপজাতী সংখ্যালঘু হওয়ায় আমার জমি জবর দখল কারার উদ্দেশ্যে বিবাদীগন আমার উপর বারবার অত্যাচার করে চলেছে। ইতোপূর্বে ২০০৬ সালে উক্ত জমিতে আমাদের সৃজনকৃত পাঁকা ধান জোর পূর্বব কেটে জায়গাটি দখল করতে চেয়েছিল। এ ঘটনাটি স্থানীয় ভাবে বিচার শালিশের মাধ্যমে সমাধান হয়। বিচারে চলমান জায়গার সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত দখল কিংবা দখলের চেষ্টায় কোন ধরণের ক্ষমতা বা জবর দখল করবে না মর্মে লিখিত দেওয়া হয়।


তিনি আরো জানান, বর্তমানে উক্ত জমিতে আমার সৃজীত বেগুন, বরবটি ও ঢ়েঁডসের চাষ রয়েছে। হামলায় তার দুই লক্ষ টাকার ফসলের ক্ষতি। এই ব্যাপারে তিনি গেল ২৭ এপ্রিল লামা থানায় জাহানরা বেগমকে প্রধান আসামী করে ৫ জন সহ অজ্ঞাত ৯/১০ জনকে আসামী করে অভিযোগ দায়ের করেছেন।


লামা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এই ঘটনায় একটি রিখিত অভিযোগ পেয়েছেন। অভিযোগ যাছাই-বাঝাই করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ