• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বন বিভাগের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সন্মেলন                    বিলাইছড়িতে আগুনে ৬টি বসতঘর পুড়েছে, আহত ১                    পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের স্বাধীনতা ও জাতীয় দিবস কর্মসূচি পালন                    রাবিপ্রবি’তে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত                    বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধীতে বিজিবির মহাপরিচালকের পক্ষে শ্রদ্ধা নিবেদন                    রাঙামাটিতে নতুন সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা                    রাঙামাটি সদর উপজেলা পরিষদের দরপত্র প্রকাশ নিয়ে গোপণীয়তার অভিযোগ                    কাপ্তাইয়ে গাছ কাটার অনুমতি না থাকায় ব্রীজ নির্মাণে অশ্চিয়তা                    সুখ-শান্তি কামনায় বালুখালীবাসীর মহাসংঘদান                    বরকলে অজ্ঞাত রোগে ৫ জনের মৃত্যু, ১৪ জন অসুস্থ, এলাকায় আতংক                    রাঙামাটিতে জেনারেল হাসপাতালের সাথে সনাকের অ্যাডভোকেসি সভা                    গ্রামবাসীদের উচ্ছেদ বন্ধের দাবীতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি                    স্বপ্ন প্রতিবন্ধীর সভাপতি ত্রিনা চাকমা ও সম্পাদক প্রদীপ চৌধুরী                    ঘাতক ট্রাক প্রাণ কেড়ে নিল রাঙামাটি সরকারি কলেজের মেধাবী শিক্ষাথী সালেহিনের                    চ্যাম্পিয়ন লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ                    রাঙামাটিতে ড.রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন                    রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত,আহত ২৭                    পানিতে ডুবে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীর মৃত্যু                    পাহাড়ে অসহায় ও গরীব মানুষের প্রাথমিক চিকিৎসায় সেবায় দুদিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন                    রাঙামাটির রিজার্ভ মুখ এলাকায় অগ্নিকান্ডে ২টি বসতঘর পুড়েছে                    পাহাড়ে বন রক্ষায় ও বন্যপ্রাণী সংরক্ষণে ড্রোন প্রযুক্তি সংযোজনের উদ্বোধন                    
 
ads

রামগড়ে মাদকের ব্যবহার ও পাচার প্রবনতা আশঙ্কাজনকহারে বৃদ্ধির অভিযোগ

রামগড় প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 May 2017   Tuesday

খাগড়াছড়ির রামগড় উপজেলা ও এর আশপাশের গ্রামীণ জনপদে স্কুল কলেজগামী কিশোর তরুনদের মধ্যে মাদকের ব্যবহার ও পাচার প্রবনতা আশঙ্কাজনকহারে বৃদ্ধির খবর পাওয়া গেছে।

 

এতে অভিভাবকমহল ভীষনভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তাঁরা তাদের সন্তানদের এই মরণনেশার ছোবল থেকে বাঁচাতে উপজেলা প্রশাসন ও স্থানীয় পুলিশের সত্যিকারের সক্রিয়তা চেয়েছেন। গেল সোমবার রামগড় উপজেলা মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভায়ও বিষয়টি ওঠে আসে।

 

সরেজমিন ঘুরে সীমান্ত এলাকায় বসবাসরত স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়,রামগড় সীমান্তের বিভিন্ন হাটবাজারে ইয়াবা,ফেনসিডিল,হেরোইন,গাঁজা,চোলাইমদসহ নানা ধরনের মাদকদ্রব্য অবাধে বিক্রি হয়। ভারত থেকে পাচার হয়ে আসা ফেনসিডিল,ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ,গাঁজা এবং দেশি চোলাইমদ এখানে খুবই সহজলভ্য। রামগড় ও এর আশপাশের নির্দিষ্ট কিছু স্থানে এসব নেশাজাতীয় দ্রব্য পাওয়া যায়।

 

অনুসন্ধানে জানা যায়,রামগড় এলাকার অভিজাত পরিবারের সন্তানেরাও মাদকসেবীদের সাহচর্যে এসে মারাত্বকভাবে নেশার জগতে ঢুকে পড়ছেন। পারিবারিক অশান্তির কারণে হতাশায় ভোগে শেষ পর্যন্ত তাঁরা বিপদগামী হয়ে পড়েন। নামপ্রকাশে অনিচ্ছুক হতাশা গ্রস্থ অভিভাবকেরা জানান, মাদকাসক্ত অবাধ্য সন্তানদের বাগে আনতে বন্ধুবান্ধব ও পারিবারের পক্ষে নানা ভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে। কিন্তু বহু চেষ্টার পরও তাদের স্বাভাবিক জীবনে ফেরানো যাচ্ছে না।

 

একাধিক সূত্র জানায়,রামগড়ের মহামুনি,সোনাইপুল,দারোগাপাড়া,ফেনীরকূল,আনন্দপাড়া,আবাসিকএলাকা,পর্যটন এলাকা,জগন্নাথপাড়া,বল্টুরাম,গর্জনতলী,মাষ্টারপাড়া,চৌধুরিপাড়া,তৈচালা,লালছড়ি,লামকুপাড়া,খাগড়াবিল,গার্ডপাড়া,বাংলাবাজার,বাগানবাজার,বাঘমারা,বড়বিল,চিকনছড়া,হেয়াকো,বালুটিলা,আমতলা,কয়লামুখ,জালিয়া পাড়া,নাকাপা প্রভৃতি এলাকায় মাদকসেবীদের দৌরাত্ন্য সবচেয়ে বেশি।


রামগড় একনম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ আলম মজুমদার অভিযোগ করে বলেন, প্রতিটি বৈঠকে মাদক প্রতিরোধে প্রশাসনিক হস্তক্ষেপের কথা বলা হলেও কাজে কিছুই হচ্ছে না। দিন দিন যেন মাদক বেড়েই চলছে এলাকায়। বলা যায় মাদকের স্বর্গরাজ্য এখন রামগড়। কমিউনিটি পুলিশের সাবেক সাধারন সম্পাদক মো.আবদুল জলিল বলেন,এসব এলাকায় অভিযান চালিয়ে মাদকসেবীদের বেশ কয়েকবার বিতারিত করেছি। কিন্তু কয়েকদিন পরই তারা এলাকায় ফিরে আসে। এ জন্য দরকার স্থানীয় লোকজনের সচেতনতা। এদের প্রতিরোধে সবাইকে এক সঙ্গে কাজ করার আহবান জানান তিনি।


রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফ উদ্দিন বলেন, পুলিশের পক্ষে একা মাদক বিরোধী অভিযানে সফলতা পাওয়া কঠিন। এ কাজে জনপ্রতিনিধি ও স্থানীয় লোকজনদের আন্তরিক ভাবে অংশগ্রহন খুবই জরুরী। কেননা মাদক সেবী ও পাচারের সঙ্গে স্থানীয়রা জড়িত থাকতে পারে। তবে এলাকায় মাদক পাচারের বিষয়টি খতিয়ে দেখবেন বলে তিনি বৈঠকে উল্লেখ করেন।

 

রামগড় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবদুল কাদের বলেন,সাংগঠনিকভাবে একতাবদ্ধ হয়ে মাদকসেবীদের প্রতিহত করা না হলে এই মরণ নেশায় এলাকার যুব সমাজ ধংস হয়ে যাবে। রামগড় সীমান্ত এলাকায় অসংখ্য মাদকসেবীর আস্তানার কথা উল্লেখ করে তিনি বলেন, ক্রমান্বয়ে যেন এ সংখ্যা বাড়ছে। এদের এখনি প্রতিরোধ করা না হলে মাদক নামক বিষবৃক্ষ একসময় ডাল পালা মেলে মহীরুহে পরিনত হবে। মাদকের অপব্যবহার রোধে সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানান তিনি। 


রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন মিয়া বলেন,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে একশ্রেনীর বখাটে এসব অবৈধ কর্মকান্ডের সঙ্গে জড়িত, তবে এ বিষয়ে উপজেলা প্রশাসন খুবই সজাগ। মাদকসেবী সন্দেহভাজন তরুনদের কর্মকান্ডের ওপর কড়াকড়ি নজর রাখা হয়েছে। মাদক পাচার ও মাদক সেবনের খবর পেলেই তাদের আটক করতে পুলিশকে নির্দেশ দেওয়া আছে বলে তিনি জানান। বৈঠকে খাগড়াছড়ি দক্ষিণাঞ্চল প্রেসক্লাব সভাপতি নিজাম উদ্দিন মাদকের ভয়াবহ আগ্রাসন ঠেকাতে এলাকাবাসীদের নিয়ে মাদক প্রতিরোধে করণীয় বিষয়ক একটি জরুরি সভার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ