• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে আগুনে ৬টি বসতঘর পুড়েছে, আহত ১                    পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের স্বাধীনতা ও জাতীয় দিবস কর্মসূচি পালন                    রাবিপ্রবি’তে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত                    বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধীতে বিজিবির মহাপরিচালকের পক্ষে শ্রদ্ধা নিবেদন                    রাঙামাটিতে নতুন সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা                    রাঙামাটি সদর উপজেলা পরিষদের দরপত্র প্রকাশ নিয়ে গোপণীয়তার অভিযোগ                    কাপ্তাইয়ে গাছ কাটার অনুমতি না থাকায় ব্রীজ নির্মাণে অশ্চিয়তা                    সুখ-শান্তি কামনায় বালুখালীবাসীর মহাসংঘদান                    বরকলে অজ্ঞাত রোগে ৫ জনের মৃত্যু, ১৪ জন অসুস্থ, এলাকায় আতংক                    রাঙামাটিতে জেনারেল হাসপাতালের সাথে সনাকের অ্যাডভোকেসি সভা                    গ্রামবাসীদের উচ্ছেদ বন্ধের দাবীতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি                    স্বপ্ন প্রতিবন্ধীর সভাপতি ত্রিনা চাকমা ও সম্পাদক প্রদীপ চৌধুরী                    ঘাতক ট্রাক প্রাণ কেড়ে নিল রাঙামাটি সরকারি কলেজের মেধাবী শিক্ষাথী সালেহিনের                    চ্যাম্পিয়ন লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ                    রাঙামাটিতে ড.রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন                    রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত,আহত ২৭                    পানিতে ডুবে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীর মৃত্যু                    পাহাড়ে অসহায় ও গরীব মানুষের প্রাথমিক চিকিৎসায় সেবায় দুদিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন                    রাঙামাটির রিজার্ভ মুখ এলাকায় অগ্নিকান্ডে ২টি বসতঘর পুড়েছে                    পাহাড়ে বন রক্ষায় ও বন্যপ্রাণী সংরক্ষণে ড্রোন প্রযুক্তি সংযোজনের উদ্বোধন                    বাবার লাশ ঘরে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিলো মেমেসিং মারমা                    
 
ads

সনাকের উদ্যোগে রাঙামাটি পৌরসভার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও এসএমসি কমিটির সমন্বয় সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jul 2017   Friday

ট্রান্সপারেন্সি ইন্টারনেশনাল বাংলাদেশ(টিআইবি) এর সহযোগী সচেতন নাগরিক কমিটির(সানক) রাঙামাটির উদ্যোগে  রাঙামাটি পৌরসভার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও এসএমসি সভাপতিদের নিয়ে সমন্বয় সভার আয়োজন করা হয়।

 

বৃহস্পতিবার শিক্ষাখাতে কাঠামো, জনবল ও সক্ষমতা বৃদ্ধি মানসম্মত শিক্ষা নিশ্চিত করে-শ্লোগানকে সামনে সাবারাং রেস্টুরেন্টে সমন্বয় সভায় সভাপতিত্ব করেন সনাক সভাপতি চাঁদ রায়। অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল্লাহ ও রাঙামাটি সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ত্রিরন চাকমা। বক্তব্যে দেন, রাজদ্বীপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এসএমসিসহ সভাপতি রূপায়ন দেওয়ান,সনাক রাঙামাটির শিক্ষা বিষয়ক উপকমিটির আহবায়ক অঞ্জুলিকা খীসা।

 

সভায় টিআইবি’র এরিয়া ম্যানেজার মোহাম্মদ মাসুদুল আলম সমন্বয় সভার উদ্দেশ্য ও টিআইবি সম্পর্কে ধারনা এবংশিক্ষা ক্ষেত্রে সনাকের কার্যক্রম পরিচালনার মাধ্যমে রাজদ্বীপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ইতিবাচক পরিবর্তন উপস্থাপন করেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলে সনাকের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আহবায়ক নিরূপা দেওয়ান ,সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা এসএম মুনিরুদ্দিন এবং স্বজন সদস্য গৈরিকা চাকমাসহ রাঙামাটি পৌর সভার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও এসএমসি সভাপতিরা।

 

মুক্ত আলোচনায় বক্তারা সনাকের কার্যক্রমের ফলে রাজদ্বীপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তথ্য প্রদানের জন্য তথ্য বোর্ড স্থাপন, এসএমসি সক্রিয়তা , শিক্ষকদের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে এবং তথ্য বোর্ড স্থাপন,প্রাথমিক শিক্ষা সংক্রান্ত তথ্য পত্র তৈরী ও বিতরণ, মা দল গঠন এবং মা সমাবেশের মাধ্যমে অভিভাবকবৃন্দ চেতন হয়েছে। তাছাড়া তিনি বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দের অন্য বিদ্যালয়ে এসএমসি সদস্যবৃন্দের সাথে মতবিনিময় পরিদর্শন প্রয়োজন। এর ফলে এসএমসি সভাপতিদের বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি পাবে। 

 

 মুক্ত আলোচনায় রাজা নলীনাক্ষ রায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহসভাপতি দেবী প্রসাদ দেওয়ান বলেন, সনাকের কার্যক্রম পৌর এলাকায় সীমাবদ্ধ না রেখে প্রত্যন্ত এলাকার বিদ্যালয়সমূহে ছড়িয়ে দিতে হবে। স্বর্ণটিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক বলেন“পৌর এলাকার বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ তুলনামূলকভাবে অনেক সচেতন, শহরতলীর বিদ্যালয়সমূহে সনাকের কার্যক্রম পরিচালনা প্রয়োজন।

 

সদর উপজেলা শিক্ষাকর্মকর্তা ত্রিরতন চাকমা বলেন, সনাক যে কার্যক্রম পরিচালনা করছে তা প্রতিটি বিদ্যালয়ের জন্য অনুকরণীয়, বিশেষত সক্রিয় মা দল গঠণের মাধ্যমে অভিভাবকদের সচেতনতা সৃষ্ঠি, সিটিজেন চার্টার তৈরী এবং এসএমসি কমিটিকে সক্রিয়করণ।

 

পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল্লাহ বলেন শিশুদের সঠিকভাবে গড়ে তোলার জন্য শিক্ষকবৃন্দ ভূমিকা পালন করতে পারে। বিদ্যালয়ে গুনগত শিক্ষার মাননিশ্চিতের জন্য শিক্ষকবৃস্দের দায়িত্বশীল হতে হবে। সনাক প্রাথমিক বিদ্যালয়ে যে সমস্ত কার্যক্রম পরিচালনা করছে তা সকল বিদ্যালয় অনুকরণ করবে বলে তিনি প্রত্যাশা করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ