• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে ট্রাক উল্টে খাদে নিহত ৯, আহত ৬                    বৃহস্পতিবারের ডাকা অর্ধ দিবস সড়ক ও নৌপথ অবরোধ রাঙামাটি শহর আওতামুক্ত                    দ্রুত কমছে কাপ্তাই হ্রদের পানি,স্বাভাবিকের চেয়ে আট ফুট পানি কম                    বৃহস্পতিবার রাঙামাটিতে অর্ধ দিবস সড়ক ও নৌপথ অবরোধ ডেকেছে ইউপিডিএফ                    কল্পনা চাকমা অপহরণ মামলার ২৮ বছর পর খারিজ                    পার্বত্যাঞ্চল থেকে জাতীয় ও আন্তর্জাতিক ১২জন ক্রীড়াবিদদের সংবর্ধনা                    ফুল ভাসানোর মধ্য দিয়ে বিজু,সাংগ্রাই, বৈসুক উৎসব শুরু                    বিজু-সাংগ্রাই-বৈসু উপলক্ষে রাঙামাটিতে বর্নাঢ্য র‌্যালী                    বান্দরবানে ধরপাকড়,হয়রানির ঘটনায় উদ্বেগ ও আটকদের মুক্তির দাবি তিন সংগঠনের                    বিজু উৎসব উপলক্ষে রাঙামাটিতে সেনাবাহিনীর আর্থিক সহায়তা                    রাঙামাটিতে জুম উৎসবের আয়োজন                    বন বিভাগের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সন্মেলন                    বিলাইছড়িতে আগুনে ৬টি বসতঘর পুড়েছে, আহত ১                    পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের স্বাধীনতা ও জাতীয় দিবস কর্মসূচি পালন                    রাবিপ্রবি’তে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত                    বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধীতে বিজিবির মহাপরিচালকের পক্ষে শ্রদ্ধা নিবেদন                    রাঙামাটিতে নতুন সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা                    রাঙামাটি সদর উপজেলা পরিষদের দরপত্র প্রকাশ নিয়ে গোপণীয়তার অভিযোগ                    কাপ্তাইয়ে গাছ কাটার অনুমতি না থাকায় ব্রীজ নির্মাণে অশ্চিয়তা                    সুখ-শান্তি কামনায় বালুখালীবাসীর মহাসংঘদান                    বরকলে অজ্ঞাত রোগে ৫ জনের মৃত্যু, ১৪ জন অসুস্থ, এলাকায় আতংক                    
 
ads

ডেপুটেশনের কবলে পানছড়ি প্রাথমিক শিক্ষা ব্যবস্থাঃ অভিভাবকদের ক্ষোভ

নূতন ধন চাকমা, পানছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jul 2017   Wednesday

ডেপুটেশনের কবলে চরম বাধাগ্রস্থ হচ্ছে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার প্রাথমিক শিক্ষার ব্যবস্থা। এ নিয়ে পানছড়িতে মানববন্ধসহ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বরাবর করে পানছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছে পানছড়িবাসী। শিক্ষক সংকটের কারণে শিক্ষার অধিকার থেকে নিয়মিত বঞ্চিত হচ্ছে উপজেলার হাজারো শিক্ষার্থী। এ নিয়ে অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।


পানছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৮৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২৮৪জন শিক্ষক কর্মরত আছেন। এদের মধ্যে ১২জন শিক্ষক ডেপুটেশনে খাগড়াছড়ি সদরে বিভিন্ন বিদ্যালয়ে চলে গেছেন। ৮৩টি বিদ্যালয়ে প্রায় দশ হাজার শিক্ষার্থী রয়েছে। ডেপুটেশনে পাড়ি দেওয়া সহকারী শিক্ষক ও শিক্ষিকারা হচ্ছেন, শিমু তালুকদার, মাহবুবা খানম , নিতোষী চাকমা ও দীপিকা চাকমা, অর্পন চাকমা, রোকসানা তাহের, রিনু চাকমা, রাজশাহীতে ডেপুটেশনে যাওয়া নাসরিন্নাহার । এছাড়া আরো অনেক শিক্ষক-শিক্ষিকা ডেপুটেশনে যাওয়ার জন্য আবেদন জানিয়েছেন।


পানছড়ি বাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় এসএমসি’র সভাপতি ও পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান মোঃ নাজির হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ডেপুটেশনে না গিয়ে সরাসরি বদলি হলে তাদের জন্য আরো ভালো হতো। আমরা নতুন শিক্ষক পাওয়ার জন্য আবেদন করতাম। বর্তমানে আমদের এ বিদ্যালয়ে ৪৬২জন শিক্ষার্থী রয়েছে। প্রতিটি ক্লাশে দু’টি করে শাখা রয়েছে। ১৪জন শিক্ষক কর্মরত থাকলেও ৩জন শিক্ষক সম্প্রতি ডেপুটেশনে, ১জন গুরুতর অসুস্থ। আর বাকী ১০জন দিয়েই চলছে বিদ্যালয়ের কার্যক্রম। এতে বিদ্যালয়ে পাঠদান চরম ব্যাঘাত ঘটছে। এ নিয়ে অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।


তিনি আরো বলেন, ডেপুটেশনে যাওয়া ১২ জন শিক্ষকদের ডেপুটেশন বাতিল করা জন্য পানছড়ি উপজেলার মহোদয়ের কাছে আবেদন করেছি।


পানছড়ি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বিজয় কুমার দেব বলেন,শিক্ষক সংকটের কারণে পানছড়ি উপজেলা পাথমিক বিদ্যালয়গুলোতে পাাঠদানে চরম ব্যাঘাত ঘটছে। প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে আমরা এ ব্যাপারে কঠোর আন্দোলন করতে বাধ্য হবো।


পানছড়ি উপজেলা প্রথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা মোঃ মাঈনুল ইসলাম বলেন-,এ ব্যাপারে পানছড়ি উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপজেলা ৫ইউপি চেয়ারম্যান মিলে ডেপুটেশন বাতিল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিকট আবেদন করেছি।


এ ব্যাপারে পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ আবুল হাশেম বলেন,ডেপুটেশনে যাওয়া শিক্ষকদের ফিরিয়ে আনার জন্য খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান বরাবর আবেদন করা হয়েছে। পানছড়ি উপজেলার জনসাধারনে দাবি মেনে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ