• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
স্বপ্ন প্রতিবন্ধীর সভাপতি ত্রিনা চাকমা ও সম্পাদক প্রদীপ চৌধুরী                    ঘাতক ট্রাক প্রাণ কেড়ে নিল রাঙামাটি সরকারি কলেজের মেধাবী শিক্ষাথী সালেহিনের                    চ্যাম্পিয়ন লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ                    রাঙামাটিতে ড.রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন                    রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত,আহত ২৭                    পানিতে ডুবে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীর মৃত্যু                    পাহাড়ে অসহায় ও গরীব মানুষের প্রাথমিক চিকিৎসায় সেবায় দুদিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন                    রাঙামাটির রিজার্ভ মুখ এলাকায় অগ্নিকান্ডে ২টি বসতঘর পুড়েছে                    পাহাড়ে বন রক্ষায় ও বন্যপ্রাণী সংরক্ষণে ড্রোন প্রযুক্তি সংযোজনের উদ্বোধন                    বাবার লাশ ঘরে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিলো মেমেসিং মারমা                    বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত                    মাতৃভাষার শিক্ষক সংকট শিগগিরই দুর হবে-দীপংকর তালুকদার এপি                    জিকো চাকমা সভাপতি ও টিকেল চাকমা সম্পাদক নির্বাচিত                    কাপ্তাইয়ে পিকনিকের বাস উল্টে আহত ১৩                    ভাষা শহীদদের প্রতি রাঙামাটির সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন                    চাকমা,মারমা,ত্রিপুরার ভাষা শিক্ষক সমিতির ভাষা শহীদের প্রতিপুষ্পমাল্য অর্পণ                    পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মহান ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা                    রাবিপ্রবিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত                    রামগড়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত                    রামগড় সীমান্তে রুপিসহ বাংলাদেশী নাগরিক আটক                    রাঙামাটিতে আস্থা প্রকল্পের নাগরিক প্লাটফর্ম গঠন                    
 
ads

লামায় ম্রো`দের ব্যাহাত হওয়া জমি উদ্ধারে মধ্যস্থতা করেও মানছেন না জবর দখলকারী

এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন, লামা : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Sep 2018   Friday
ফাইল ছবি।

ফাইল ছবি।

ম্রোদের ব্যাহাত হওয়া জমি উদ্ধারে আলীকদম সেনা জোনের মধ্যস্থতাও জবর দখলকারী মকবুল আহমদ মানছে না বলে দাবী করেছেন বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ও সরই ইউনিয়নের লুলাইং  মৌজরা হেডম্যান সিংপাশ ম্রো, আমেন ম্রো, ক্রাতচং ম্রো।

 

তারা জানান, এলাকার শান্তি শৃংখলার রক্ষার্থে স্থানীয় ভাবে এ এলাকার ম্রোদের ব্যাহাত হওয়া বসতবাড়ী, জুম চাষের জায়গা, চাষের জমি ও দুইশত বছরের পুরনো ক্যায়াংয়ের জায়গা উদ্ধারে  আলীকদম সেনা জোনের উদ্যোগে গেল ৪আগষ্ট ও ১১ আগষ্ট সরই ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত স্থানীয় চেয়ারম্যান,  হেডম্যান ও গন্যমান্য ব্যাক্তি এবং আবেদনকারী ও বিবাদীদের উপস্থিতিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

 

 বৈঠকে তিনজন অভিযোগকারীর আবেদন দলিলপত্র পর্যালোচনা করে বিবাদী মকবুল আহমদ পিতা মৃত মফজলুর রহমান জবর দখল করার বিষয়টি প্রমানিত হওয়ায় পরবর্তী একমাসের মধ্যে জমি ফেরত দেওয়ার সিদ্ধান্ত দিয়ে বাকী ২৪ টি আবেদন পরবর্তী বৈঠকের মাধ্যমে সমাধান করা হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।

 

৩০২ নং লুলাইং মৌজার হেডম্যান সিংপাশ ম্রো জানান,  আলীকদম জোনের সাবেক জোন কমান্ডার মোঃ মাহবুবুর রহমান ও সরই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ফরিদুল আলমের উপস্থিতিতে বৈঠকে বিবাদী  মকবুল আহমদ পিতা মৃত মফজলুর রহমান উক্ত বৈঠকের সিদ্ধান্ত মেনে নিয়ে পরবর্তী একমাসের মধ্যে তার দখলে থাকা লুলাইং মৌজার হেডম্যান সিংপাশ ম্রো`র পঁচিশ একর ধানের জমি ও সৃজিত বনজ বাগান, তাংলাই ম্রো`র চার একরের জুম ও ধানের জমি ও নুর আহমদের চার একর জায়গা ছেড়ে দেওয়া কথা ছিলো। পরবর্তী সময়ে বৈঠকের সিদ্ধান্ত মোতাবেগ আপোষনামার দলিল করার তারিখে বিবাদী মকবুল আহমদ নাআসায় আলীকদম জোনের সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি।

 

আলীকদম জোনের সদ্য বিদায়ী সাবেক জোন কমান্ডার  লে. মোঃ মাহবুবুর রহমানের উপস্থিতিতে উক্ত বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সরই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন ফরিদুল আলম, লামা থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি উপপরিদর্শক মোঃ গিয়াস, বান্দরবানের থানচি উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান খামলাই ম্রোর, সরই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যা মোহাম্মদ আলী,  সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের বান্দরবান জেলার সাধারণ সম্পাদক এম রূহুল আমিন, সরই ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুল আলম ও সরই ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইদ্রীস কোম্পানীসহ দুইশতাধিক লোকজন।

 

এদিকে সরই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদুল আলম  বলেন, লোহাগাড়া উপজেলর বাসিন্দা মকবুল আহমদ গেল প্রায় ১০বছর পূর্ব থেকে তার সরই ইউনিয়নের ৩০২ লুলাই ও ৩০৪ লেমুপালং মৌজার মুরুং অধ্যুষিত এলাকার প্রায় অর্শধত  মুরুং লোকজনের বসতবাড়ী, জুমের চাষেরর পাহাড়, চাষের জমি জবর দখল করে তার ভোগ দখলে নিয়ে নিয়েছে। মকবুল আহমদের এ রকম ভূমি জবর দখল থেকে রক্ষা পেতে লুলাইং ও লেমুপালং এলাকার ক্ষতিগ্রস্ত মুরুং লোকজন  আলিকদম জোন কমান্ডার বরাবরে অভিযোগ দিলে জোনের উদ্যোগে জোন কমান্ডার মোঃ মাহবুবুর রহমান তার সাথে আলোচনা করে সরই ইউনিয়ন পরিষদ হল রুমে গেল  ৪ ও ১১ আগষ্ট বাদি ও বিবাদীদের উপস্থিতিতে বৈঠকে বসেন। বৈঠকে এলাকার মুরুং লোকজনের  জমি মকবুল আহমদ জবর দখল করার বিষয়টি প্রমানিত হয়েছে। পরে জোন কামান্ডারের মধ্যস্থতায় ১০ সেপ্টেম্বর মধ্যে মুরুংদের  জায়গা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্তের একমাস পর ৩০২ নং লুলাইং মৌজার হেডম্যান সিংপাশ মুরুং,  আমেন মুরুং ও ক্রাতচং মুরু এসে জানিয়েছেন  মকবুল আহম্মদ কোন সিদ্ধান্ত মানেনি। তবে মকবুল আহমদের সাথে মুঠোফোনে জানান, আলীকদম জোনের জোন কমান্ডার মোঃ মাহবুবুর রহমানের সিদ্ধান্ত অনুযায়ী বাদি হেডম্যান সিংপাশ ম্রো মানেনি। ১০সেপ্টেম্বরের মধ্যে তাকে দেড় লক্ষ টাকা বুঝিয়ে দিলে আপোষনামা সম্পদনের কথা ছিলো।  তিনি দাবী করে জানান, সিদ্ধান্ত মানেননি তা ম্রোদের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তাকে নতুন জোন কমান্ডার এ বিষয়ে ডাকলে তিনি অবশ্যই যাবেন।

 

এদিকে বৈঠকে উপস্থিত সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের জেলার সাধারণ সম্পাদক এম রূহুল আমিন বলেন, এলাকার শৃংখলা রক্ষার্থে আলীকদম জোনের মধ্যস্থতার সিদ্ধান্ত ম্রো সম্প্রদায়ের জমি জবর দখলকারী মকবুল আহমদ নামানার বিষয়টি খুবই দুঃখ্যজনক। বিষয়টি আলীকদম জোনের নবাগত জোন কমান্ডার স্যারের সুদৃষ্টি আকর্ষণ করছি।

 

এ ব্যাপারে আলীকদম জোনের নবাগত জোন কমান্ডার লে. কর্ণেল মোঃ সাইফ শামীম বলেন, লামার লুলাই ও লেমুপালং এলাকার ম্রোদের জমি ব্যাহাত হওয়ার বিষয়টে পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী সমাধান করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ