• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
করোনা প্রতিরোধে দীঘিনালায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সেনাবাহিনীর প্রচারণা                    রাঙামাটিতে চম্পক নগর যুব সমাজের উদ্যোগে ত্রাণ বিতরণ                    খাগড়াছড়িতে ১’শ ৩০ পরিবারকে লক্ষ্মী চাকমা’র ত্রাণ সহায়তা                    রাঙামাটিতে অসহায় পরিবারের মাঝে ত্রাণ তুলে দিলেন দীপংকর তালুকদার এমপি                    দীঘিনালায় অসহায় মানুষের পাশে ইউপিডিএফ গণতন্ত্র                    কাপ্তাইয়ে যুবলীগ নেতা খুনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন দীপংকর তালুকদার এমপি                    করোনায় প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে রাঙামাটিতে পুলিশ কঠোর অবস্থানে                    মহালছড়িতে কর্মহীন মানুষকে মনাটেক যাদুগানালা মৎস্য সমিতির খাদ্য সামগ্রী বিতণ                    বিলাইছড়িতে দুই শতাধিক লোকজনদের অর্থ সহায়তা প্রদান করেছে জেলা পরিষদ                    রাঙামাটিতে নতুন ৪ জনকে হোম কোয়ারেন্টাইনে, ছাড়পত্র পেয়েছেন ১০২ জন                    বন্দুকভাঙ্গায় দুশ দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ                    করোনায় কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন বলাকা ক্লাব                    তিন পার্বত্য জেলায় পাহাড়ীদের প্রধান সামাজিক উৎসব পালনে স্থগিতের আদেশ                    লামায় তামাক কোম্পানী তামাক ক্রয় না করায় চাষীদের ঘরে ঘরে কান্না চলছে                    কাপ্তাইয়ে ২ শতাধিক পরিবারের মাঝে জেলা পরিষদের ত্রাণ বিতরণ                    খাগড়াছড়ি জেলা পরিষদের খাদ্য সহায়তা কর্মসূচির উদ্বোধন                    কাপ্তাইয়ের দুর্বৃত্তদের গুলিতে ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি নিহত                    দীঘিনালায় কর্মহীন ও গরীবদের পাশে দাড়ালেন বাসন্তী চাকমা এমপি                    বরকলে কর্মহীন পরিবারের মাঝে জেলা পরিষদের ত্রাণ বিতরণ                    রাঙামাটিতে ন্যাযমূল্যে টিসিবির নিত্যপন্য সামগ্রী বিক্রি শুরু                    রাঙামাটিতে হোম কোয়ারেন্টাইনে ৯২ জন                    
 

পানছড়ি’র দেবগিরি বনবিহারে ৩-তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

নূতন ধন চাকমা, পানছড়ি(খাগড়াছড়ি) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Nov 2019   Saturday

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দেবগিরি বনবিহারে শনিবার তৃতীয় তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে। এ লক্ষে বুদ্ধ মূর্তি দান, সংঘ দান, অষ্ট পরিস্কার দান, কল্পতরু দানসহ নানাবিধ দান সামগ্রী দান করা হয়।


ফুরমোন আর্ন্তজাতিক ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ শ্রীমৎ ভৃগু মহাস্থবিরে সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক ইন্দ্র লাল চাকমা ও ইউপি সদস্যা সুশিলা চাকমার সঞ্চালনায় গৌতম বুদ্ধের স্বÑধর্ম বাণী ও স্ব-ধর্ম দেশনা দেন ফুরমোন আর্ন্তজাতিক ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ শ্রীমৎ ভৃগু মহাস্থবির, মুনিপুর বিহারের অধ্যক্ষ শ্রীমৎ বশিষ্ট মহাস্থবির, রাঙামাটির নানিয়াচর রত্মাঙকুর বনবিহারের অধ্যক্ষ শ্রীমৎ বিশুদ্ধানন্দ মহাস্থবির, রাঙামাটি রাজ বনহিারের থেকে আগত শ্রীমৎ সুমন মহাস্থবির, খাগড়াছড়ির ইটছড়ি বন বিহারের অধ্যক্ষ বিমলানন্দ মহাস্থবির, রাঙামাটি কুদুকছড়ি বেনুবন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ পন্থক মহাস্থবির, রাঙামাটি ক্ষান্তিপুর বন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ আর্য্যবোধি মহাস্থবির, দেবগিরি বন বিহারের অধ্যক্ষ মঙ্গলদ্বীপ স্থবির প্রমূখ।


এছাড়াও পানছড়ির প্রজ্ঞা সাধনা বনবিহারের অধ্যক্ষ শ্রমিৎ অগ্র জ্যোতি মহাস্থবির, পানছড়ির স্বানন্দ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সুভদ্র মহাস্থবির, শীলাসার বনবিহারের অধ্যক্ষ জ্ঞান জ্যোতি স্থবির, রাঙামাটি ক্ষাতিপুর বনবিহার থেকে আগত শ্রীমৎ স্থির কীর্তি স্থবির, পানছড়ি রত্মগিরি অরন্য কুটিররের অধ্যক্ষ অজিৎ কীর্তি স্থবির, হারুবিল বন কুটরি থেকে আগত আর্য্যশ্রী স্থবির, পূজগাং অরন্য কুটিরের অধ্যক্ষ শ্রীমৎ অনুমদর্শী স্থবিরসহ শতাধিক বৌদ্ধ ভিক্ষু চীবর দান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে স্ব-ধর্ম বক্তব্য দেন পানছড়ি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা, কঠিন চীবর দানের উদযাপন কমিটির আহবায়ক অরিজিৎ চাকমা প্রমূখ।

 

অনুষ্ঠানে সকালে ও বিকালে স্ব-ধর্মীয় গাণ পরিবেশন করেন রুবেল চাকমা আর সকল প্রাণীর প্রতি হিতসুখ ও মঙ্গল কামনা করেন শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন চেংগী সারিবালা স্মৃতি মহাবিদ্যালয়ের প্রভাষিকা ইতি চাকমা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

আর্কাইভ