• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বন বিভাগের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সন্মেলন                    বিলাইছড়িতে আগুনে ৬টি বসতঘর পুড়েছে, আহত ১                    পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের স্বাধীনতা ও জাতীয় দিবস কর্মসূচি পালন                    রাবিপ্রবি’তে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত                    বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধীতে বিজিবির মহাপরিচালকের পক্ষে শ্রদ্ধা নিবেদন                    রাঙামাটিতে নতুন সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা                    রাঙামাটি সদর উপজেলা পরিষদের দরপত্র প্রকাশ নিয়ে গোপণীয়তার অভিযোগ                    কাপ্তাইয়ে গাছ কাটার অনুমতি না থাকায় ব্রীজ নির্মাণে অশ্চিয়তা                    সুখ-শান্তি কামনায় বালুখালীবাসীর মহাসংঘদান                    বরকলে অজ্ঞাত রোগে ৫ জনের মৃত্যু, ১৪ জন অসুস্থ, এলাকায় আতংক                    রাঙামাটিতে জেনারেল হাসপাতালের সাথে সনাকের অ্যাডভোকেসি সভা                    গ্রামবাসীদের উচ্ছেদ বন্ধের দাবীতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি                    স্বপ্ন প্রতিবন্ধীর সভাপতি ত্রিনা চাকমা ও সম্পাদক প্রদীপ চৌধুরী                    ঘাতক ট্রাক প্রাণ কেড়ে নিল রাঙামাটি সরকারি কলেজের মেধাবী শিক্ষাথী সালেহিনের                    চ্যাম্পিয়ন লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ                    রাঙামাটিতে ড.রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন                    রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত,আহত ২৭                    পানিতে ডুবে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীর মৃত্যু                    পাহাড়ে অসহায় ও গরীব মানুষের প্রাথমিক চিকিৎসায় সেবায় দুদিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন                    রাঙামাটির রিজার্ভ মুখ এলাকায় অগ্নিকান্ডে ২টি বসতঘর পুড়েছে                    পাহাড়ে বন রক্ষায় ও বন্যপ্রাণী সংরক্ষণে ড্রোন প্রযুক্তি সংযোজনের উদ্বোধন                    
 
ads

বহিষ্কার আদেশ গঠনতন্ত্র পরিপন্থি দাবী
কাপ্তাই উপজেলা আ`লীগ নেতা বিপ্লব মারমার সংবাদ সম্মেলন

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Feb 2020   Friday

আ`লীগ কাপ্তাই উপজেলা শাখার সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিপ্লব মারমা শুক্রবার সঙবাদ সন্মেলন করেছেন।

 

চন্দ্রঘোনা আঞ্চলিক ব্যাপ্টিষ্ট চার্চের অস্থায়ী কার্যালয়ে  সংবাদ সম্মেলনে তিনি দাবী বলেন, কাপ্তাই উপজেলা আ`লীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল কর্তৃক গত ১৬ ফেব্রুয়ারি তাকে আ`লীগের প্রাথমিক সদস্য পদ হতে বহিস্কার করাকে সম্পূর্ণ গঠনতন্ত্র পরিপন্থী, উদ্দ্যেশ প্রনোদিত এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন দাবি করেন।  তিনি বলেন, বাংলাদেশ আ`লীগের গঠনতন্ত্রের ৪৭ এর (চ) ধারা মোতাবেক উপজেলা আ`লীগ একক ক্ষমতাবলে কোন সদস্যকে উপজেলার যেকোন পদসহ সাধারণ সদস্য পদ হতে বহিস্কার করতে পারেনা। তারা জেলার কাছে সুপারিশ করতে পারে এবং জেলা কেন্দ্রের কাছে সেটা পাঠাবে। কিন্ত উপজেলা আ`লীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী এবং সম্পাদক ইব্রাহিম খলিল আত্মপক্ষ সর্মথনের সুযোগ না দিয়ে একতরফা ভাবে তাকে বহিস্কার করেন। যা সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী । তিনি বলেন,সামনে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থীর দোঁড়ে এগিয়ে থাকায় ঈর্ষান্বিত হয়ে অংসুই ছাইন চৌধুরী এই কাজ করেছেন।

 

 উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আ`লীগ নেতা বিপ্লব মারমা বলেন, অভিযোগকারী কাপ্তাই রাইখালীর ডংনালা আমতলী পাড়ার বাসিন্দা থোয়াই অংপ্রু মারমা রাঙামাটি পুলিশ সুপার বরাবরে রাইখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউনিয়ন ও আ`লীগের সভাপতি মংক্য মারমার বিরুদ্ধে পুলিশ কনস্টবল পদে চাকরি দেওয়ার নামে ৭,৫০,০০০( সাড়ে সাত লাখ টাকা) গ্রহনের অভিযোগ করেন। কিন্ত সেই অভিযোগে তার নাম না থাকা সত্ত্বেও তাকে উপজেলা আ`লীগ সভাপতি, সম্পাদকের  গেল ৮/২৩/১৯ তারিখে সাক্ষরিত  উপজেলা আ`লীগের দলীয় প্যাডে গেল ১১/১২/১৯ তারিখ সকাল ১১ টায় উপজেলা তৃতীয় শ্রেণী কর্মচারী ক্লাবে  উপস্থিত হবার নির্দেশ প্রদান করে। সেই চিঠির পরিপ্রেক্ষিতে গেল ৯/১২/১৯ তারিখ এক চিঠির মাধ্যমে ব্যক্তিগত কারনে উপস্থিত থাকতে পারবেনা জানিয়ে সময় প্রার্থনা করে সভাপতি বরাবরে একটি আবেদন করেন তিনি। কিন্ত উক্ত আবেদনের থোয়াক্কা না করে ওইদিন তারা একতরফা ভাবে তাকে দোষী সাব্যস্ত করে। বিষয়টি তাকে অবহিত করা পর্যন্ত হয়নি। অথচ বাদী মংক্য মারমার বিরুদ্ধে টাকা গ্রহনের অভিযোগ করেছে, কিন্ত সেখানে আমার নামই নেই বলে বিপ্লব মারমা জানান। 

 

তিনি আরো জানান, রাইখালী ইউনিয়ন আ`লীগ সভাপতি মংক্য মারমা তার বিরোদ্ধে অভিযোগ করার প্রেক্ষিতে  গেল ৫/১/২০২০ তারিখ তিনি মংক্য মারমার বিরুদ্ধে একটি লিগেল নোটিশ পাঠান। জবাবে মংক্য মারমা একটি উকিল নোটিশের মাধ্যমে জানান যে, রাইখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান এনামুল হক ও জনৈক মিলন চৌধুরীকে স্বাক্ষী রেখে তাদের সম্মুখে তাকে (বিপ্লব মারমাকে) পুলিশ কনস্টবেল পদে রাইখালীর ডংনালার সাক্যচিং মারমাকে চাকরি দেবার নামে ৫,৯০,০০০(পাঁচ লাখ নব্বই হাজার)  টাকা প্রদান করেন। 

 

এ প্রসঙ্গে বিপ্লব মারমা বলেন, তিনি সেই ব্যক্তিকে কখনোও দেখিনি এবং তাকে তিনি চিনেন না। তাই টাকা গ্রহন করার প্রশ্নই আসেনা। এছাড়া, অভিযোগে যে দু`জন সাক্ষীর নাম উল্ল্যেখ করা হয়েছে, তারা মিথ্যা সাক্ষ্য দিয়েছে বলে তিনি দাবি করেন। এই বিষয়কে পুঁজি করে উপজেলা আ`লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী ও সাঃ সম্পাদক তাকে বহিস্কার পূর্বক তার ব্যক্তিগত সুনাম ক্ষুন্ন করেছে। 

 

বিপ্লব মারমা বলেন, আমি একজন সাবেক জাতীয় কৃতি ফুটবলার, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং চট্টগ্রাম ও পার্বত্য চট্রগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিষ্ট চার্চ সংঘের নির্বাচিত সভাপতি। দেশ-বিদেশে তার যথেষ্ট সুনাম রয়েছে উল্লেখ করে তিনি বলেন, গত ১৯ ফেব্রুয়ারি কাপ্তাই উপজেলা আ`লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী ও সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলের বিরুদ্ধে এক উকিলের মাধ্যমে লিগাল নোটিশ পাঠানো হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে আমার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রত্যাহার করা না হলে তিনি উপজেলা আ` লীগ সভাপতি,সাঃ সম্পাদকের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ২ কোটি টাকার মানহানির মামলা করবেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।

 

এদিকে, সংবাদ সম্মেলনের প্রেক্ষিতে উপজেলা আ`লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে, এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের জানান, এ ব্যাপারে তার কোন মন্তব্য নেই।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ