পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান

Published: 02 Dec 2025   Tuesday   

পার্বত্য চট্টগ্রাম চুক্তি’র ২৮তম বর্ষ পূর্তিতে রাঙামাটির  বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নে বিশাল এক গণসমাবেশ এর আয়োজন করা হয়েছে। 

মঙ্গলবার (২ রা ডিসেম্বর)  পার্বত্য চট্টগ্রাম চুক্তি বর্ষপূর্তি উদযাপন কমিটির আয়োজনে, বিলাইছড়ির ফারুয়া ইউনিয়নের এগুয়াছুই মাঠ প্রাঙ্গণে  পার্বত্য চুক্তি বিরোধী ও জুুন্ম স্বার্থ পরিপন্থী সকল যড়যন্ত্র প্রতিহত করে জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করুন এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলন সামিল হওয়ার আহবান জানিয়ে চুক্তির ২৮তম বর্ষ পূর্তি উপলক্ষে এই গণসমাবেশের আয়োজন করা হয়েছে । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ও জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য সাধুরাম ত্রিপুরা (মিল্টন)। 

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বর্ষপূর্তি উদযাপন কমিটি বিলাইছড়ি শাখার আহ্বায়ক জীবন বিকাশ তঞ্চঙ্গ্যা`র  সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জনসংহতি সমিতির বিলাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, রাঙ্গামাটি জেলা শাখার যুব সমিটির সাধারণ সম্পাদক সুমিত্র চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জিকু চাকমা ও বিলাইছড়ি উপজেলা কমিটির সভাপতি নিকেল চাকমা, ফারুয়া ইউনিয়ন হেডম্যান ও কার্বারী সমিতির  সভাপতি হেডম্যান নির্মল তঞ্চঙ্গ্যা, হেডম্যান সমূল্য তঞ্চঙ্গ্যা ও টনি বম । অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্য সচিব ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রবিন তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন  মহিলা মেম্বার মনিলতা তঞ্চঙ্গ্যাসহ কালতি তঞ্চঙ্গ্যা, রিনু কুমার তঞ্চঙ্গ্যা, নিরন্জয় তঞ্চঙ্গ্যা, অনচন্দ্র ত্রিপুরা, সুমন  কান্তি তঞ্চঙ্গ্যা, নিলু হেডম্যান , উজ্জ্বল হেডম্যান, ভরতচন্দ্র তঞ্চঙ্গ্যা, সতেজ তঞ্চঙ্গ্যা, রিতা তঞ্চঙ্গ্যা প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়ন করতে করতে ২৮টি বছর কেটে  গেছে।  ,কিন্তু কোনো সরকার চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নে আন্তরিক নয়। এই চুক্তি পার্বত্য আদিবাসীদের একটি সনদ। তাই যত বাধাই আসুক শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও এই চুক্তি বাস্তবায়ন করা হবে। বক্তারা আরও বলেন, আন্দোলনের মাধ্যমে সরকারকে চুক্তি করতে যেমনি বাধ্য করা হয়েছে, তেমনি আন্দোলনের মধ্য দিয়েও চুক্তি বাস্তবায়ন করে ছেড়ে দেওয়া হবে । প্রয়োজনে  যেকোন আন্দোলনে যেতে প্রস্তুত। তা-ই ডাক আসলে পার্বত্য চুক্তি বাস্তবায়নে  সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে।
ফারুয়া ও বড়তলী ইউনিয়নের প্রত্যেক পাড়া হতে হেডম্যান-কার্বারী, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ  মিছিলের মাধ্যমে  গণসমাবেশে  যোগদান করে।   সমাবেশটি প্রায় হাজারো মানুষের অংশগ্রহণে সাফল্যমণ্ডিত করে তোলা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত