দীঘিনালায় অসহায় মানুষের পাশে ইউপিডিএফ গণতন্ত্র

Published: 02 Apr 2020   Thursday   

করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া খাগড়াছড়ির দীঘিনালায় অসহায় মানুষের খাদ্য সহায়তায় এগিয়ে এসেছে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউপিডিএফ গণতন্ত্র।
বৃহস্পতিবার উপজেলার মেরুং, বোয়ালখালী, কবাখালী, দীঘিনালা ও বাবুছড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ২৪০ পরিবার কর্মহীন অসহায় পাহাড়ী-বাঙ্গালী পরিবারের মাঝে আঞ্চলিক এই রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ত্রানসামগ্রী বিতরণ করা হয়। এসময় এসময় সংগঠনের উপজেলা সমন্বয়ক প্রদয় চাকমা, রুবেল চাকমা ও প্রদীপ চাকমা উপস্থিত ছিলেন।


প্রতিনিটি পরিবারকে ৫ কেজি চাল, আধা কেজি লবন, আধা কেজি তৈল, আধা কেজি পেয়াজ, ১ কেজি আলু ও আধা কেজি ডাল প্রধান করা হয়।

 

ত্রানসামগ্রী বিতরণকালে সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক জনপ্রিয় চাকমা জানান, করোনা ভাইরাসের কারনে উপজেলার বিভিন্ন এলাকায় কর্মহীন পাহাড়ী-বাঙ্গালী অসহায় পরিবারগুলোর খাদ্য সহায়তায় সংগঠনের পক্ষ থেকে ত্রানসামগ্রী বিতরণ করা হচ্ছে। পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা পালন করে ঘর থেকে বের না হওয়ার জন্য সংগঠনের পক্ষ থেকে সাধারন মানুষের প্রতি অনুরোধ জানানো হচ্ছে বলে জানান তিনি। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত