বিনা চিকিৎসায় ঢাবির এক পাহাড়ী শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ

Published: 07 Apr 2020   Tuesday   

ফুসফুসে পানি জমে দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)  পাহাড়ী এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সুমন চাকমা নামে ওই শিক্ষার্থী গেল সোমবার সকালে গ্রামের বাড়ি খাগড়াছড়িতে মারা যান। তিনি ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

 

এদিকে বিনা চিকিৎসায় সুমনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন সহপাঠীরা। ফুসফুসে পানি জমায় করোনা আতঙ্কে ঢাকার কোনো হাসপাতাল তাকে চিকিৎসা দেয়নি বলে অভিযোগ তাদের।


সুমনের সহপাঠী অনন্যা অনু বলেন, সুমন দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত ছিলেন। ভারত থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছিলেন। সম্প্রতি ফুসফুসে পানি জমায় তাকে ঢাকার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। তবে করোনা আতঙ্কে কেউ ভর্তি নেয়নি। পরে তাকে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। শেষ পর্যন্ত বিনা চিকিৎসায় তার মৃত্যু হলো।


তার আরেক সহপাঠী ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন বলেন, ১০ দিন আগে ফেসবুকে সুমন লিখেছিল, `আমার করোনা হয়নি অথচ পরিস্থিতি দেখে মনে হচ্ছে করোনার জন্যই আমাকে মারা যেতে হবে।` কে জানত এ কথাই সত্যি হবে? ফুসফুসের অসুখ নিয়ে হাসপাতালের দ্বারে দ্বারে ঘুরতে ঘুরতে সে হারিয়ে গেছে।

--কৃতজ্ঞতা স্বীকার দৈনিক সমকাল।

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত