রাঙামাটিতে মোটর বাইকবাহী ইমার্জেন্সি রেসপন্স টীম দিয়ে ঘরে ঘরে ত্রাণ পৌছে দিচ্ছে

Published: 08 Apr 2020   Wednesday   

করোনা ভাইসরাস সংক্রমণ প্রতিরোধে রাঙামাটিতে কর্মহীন হয়ে পড়া গীরব ও অসহায় লোজনদের মাঝে মোটর বাইকবাহী ইমার্জেন্সি রেসপন্স টীম দিয়ে ত্রাণ সামগ্রি ঘরে ঘরে পৌছে দিচ্ছে। 

 

জানা গেছে, রাঙামাটিতে কর্মহীন,দুস্থ,অসহায় গরিব ও জনসাধারণের মাঝে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন ত্রাণ তৎপরতার সাথে সাথে সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকারের নির্দেশ বাস্তবায়ন নিশ্চিত করছে প্রশাসন। জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ কর্মহীন ও সাধারণ মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌছিয়ে দিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে  একটি‘মোটর বাইকবাহী ইমার্জেন্সি রেসপন্স টীম’গঠন করে দেন। ওই টীম শুধু মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌছে দেবেন।

 

সূত্র জানায়, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি)র’সার্বিক তত্ত্বাবধানে এই টীম পরিচালনা করা হবে। কেউ ত্রাণ না পেয়ে থাকলে জেলা প্রশাসনেরমোবাইল নাম্বারে ফোন দিলে জেলা প্রশাসনের‘মোটর বাইকবাহী ইমার্জেন্সি রেসপন্স টীম’ দ্রুত গতিতে ওই ঘরে ত্রাণ পৌছে দেবেন।

 

জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে কাজ করার পরও অনেক সময় দারিদ্র কি বা নিন্ম আয়ের লোকজনের নাম তালিকা থেকে বাদ পড়ে যায়। বাদ পড়া লোক জনের নাম জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের কন্ট্রোল রুম বা সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্নভাবে অবগত করা হয় তাহলে ওই সব জনসাধারণের বাসায় সরকারি ত্রাণ সহায়তা পৌছে দিতে জেলা প্রশাসনের ১১ সদস্য বিশিষ্ট মোটর বাইকবাহী ইমার্জেন্সি রেসপন্স টীম’ গঠন করা হয়।

 

জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) উত্তম কুমার দাশ জানান,সামাজিক যোগাযোগ মাধ্যম,কন্ট্রোল রুমের মাধ্যমে প্রতিবন্ধী,তালিকা থেকে বাদ পড়া,নিম্ম আয়ের মানুষ যারা বিভিন্ন কারনে ত্রাণ নিতে আসতে পারছেননা এমন লোকদের বাসায় বাসায় ত্রাণ পৌছে দিতে জেলা প্রশাসকের নির্দেশে আমরা ১১সদস্যে একটি কমিটি গঠন করেছি। গতকাল বুধবার সকাল থেকে ১৮-২০ জনের ঘরে ঘরে ত্রাণ পৌছে দিয়েছি। এই কমিটির মাধ্যমে জেলা  প্রশাসনের ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত