রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ত্রাণ বিতরণ

Published: 11 Apr 2020   Saturday   

করোনা পরিস্থিতি মোকাবেলায় রাঙামাটিতে তৃতীয় দিনের মতো  শনিবার রাঙামাটিতে হত দরিদ্র খেটে খাওয়া মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

 

শহরের শিমুলতলী, রূপনগর, শান্তিনগর, পুরাতন বাস স্টেশন ও খাদ্য গুদাম এলাকার দুই শতাধিক পাহাড়ি-বাঙ্গালী পরিবারের মাঝে ত্রান দেয়া হয়। সরকারি নির্দেশনা মোতাবেক সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে জেলার দুর্গম এলাকাগুলোতে নিজ কাঁধ নিয়ে হতদরিদ্র মানুষের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন সংগঠনের নেতারা।  এ সময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের স্টিয়ারিং কমিটির সদস্য হাবিব আজম, মাসদু পারভেজ, মো. নাজিম, মোঃ আবচার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

এসময় সংগঠনের নেতৃবৃন্দ সকলকে সচেতন হবার আহবান জানানোর পাশাপাশি যার যার ঘরে অবস্থান করার অনুরোধ করেন।

 

এদিকে এ পর্যন্ত ৬০০ পরিবারের হাতে ত্রান পৌঁছে দেওয়া সহ আগামী ৩ দিন পর্যায়ক্রমে ৬০০ হতদরিদ্র পরিবার সহ মোট ১২শ পরিবারের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দেয়া হবে বলে  জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতৃবৃন্দ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত