মহালছড়ির সিঙ্গিনালা গ্রামে কর্মহীন পরিবারকে খাদ্য সামগ্রী সহযোগিতা করলেন শিক্ষক মংছুপ্রু মারমা

Published: 12 Apr 2020   Sunday   

মহালছড়ির সিঙ্গিনালা গ্রামে কর্মহীন পরিবারকে খাদ্য সামগ্রী সহযোগিতা করলেন শিক্ষক মংছুপ্রু মারমা।

 

করোনা ভাইরাস ( কোভিড-১৯) সংক্রমন রোধে সৃষ্ট মোকাবেলার অংশ হিসেবে নিজ উদ্যেগে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সিঙ্গিনালা মহামুনি পাড়া গ্রামের কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মংছুপ্রু মারমা।

 

১২ এপ্রিল  সকাল সাড়ে ৮টায় নিজ  গ্রামের ২৬টি  কর্মহীন পরিবারের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, সিঙ্গিনালা ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি মংরে মারমা, সাধারণ সম্পাদক অংসাথোয়াই মারমা, সিঙ্গিনালা শাপলা ক্লাব এর সভাপতি আনুমং মারমা, সাধারণ সম্পাদক উগ্যজাই মারমা, দপ্তর সম্পাদক সুইথিমং মারমা।

 

খাদ্য সহায়তা বিতরনকালে শিক্ষক মংছুপ্রু মারমা প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রমন রোধে করণীয়  বিষয়ক সচেতনতামূলূক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং সরকারের নির্দেশনা মেনে বাড়িতে থাকার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত