লামায় করোনার লক্ষণ নিয়ে ১ জনের মৃত্যু, তিনজনের নমূনা সংগ্রহ

Published: 14 Apr 2020   Tuesday   

বান্দরবানের লামায় করোনাভাইরাসের লক্ষণ নিয়ে এক আমীর হোসেন(৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। লামা পৌরসভার ২নং ওয়ার্ডের পূর্ব নয়া পাড়া এলাকায় মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

 

জানা যায়, গেল এক সপ্তাহ ধরে সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন ও ব্যক্তি। মৃত্যুর পূর্বে  তিনি বুক ব্যথা, ঘন ঘন বমি, গলা ব্যথা, জ্বর ও বুক ফুলে যাওয়ার মত লক্ষণ ছিল।

 

লামা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক বলেন, ‘নির্দেশনা অনুযায়ী মৃত ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত হওয়ার জন্য  মৃত ব্যক্তিসহ তার পরিবারের লোকজনদের কাছ থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে।

 

নিহতের বাড়ি পরিদর্শন করেছেন লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামাল, লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি, লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল) মো. রিজওয়ানুল ইসলাম, লামা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক, লামা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার, প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন বাদশা, শাকেরা বেগম প্রমূখ।

 

লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি জানান, নিহত ব্যক্তির পরিবারের সদস্য এবং তাদের নিকটতম প্রতিবেশীদের কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে রোগীর সংস্পর্শে আশা ব্যক্তিদেরও কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া মৃত ব্যাক্তির ঘর লাগোয়া ২০পরিবারকে লকডাউন করা হয়েছে। মৃত ব্যক্তি পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হলে মৃত ওই ব্যক্তির পুরো গ্রামকেই লকডাউন করা হবে বলে তিনি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত