কারোনা প্রতিরোধে রাঙামাটিতে কর্মহীন ১৪শ সিএনজি চালক ও শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ

Published: 19 Apr 2020   Sunday   

আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার এমপিন বলেছেন, বর্তমানে বাংলাদেশসহ সারা বিশ্ব করোনা ভাইরাস মহামারি প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার এই ভাইরাস থেকে জনগণকে রক্ষায় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেছেন। করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে এ নির্দেশনা মেনে নিজেকে ও স্বজনকে নিরাপদ রাখার জন্য সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং সবসময় সতর্ক ও সচেতন থাকুন।

 

করোনা ভাইরাসের কারণে রাঙামাটি শহরের কর্মহীন ১৪শ সিএনজি অটোরিক্সা চালক ও শ্রমিকদের মাঝে রোববার ত্রাণ সামগ্রি বিতরণ উদ্ধোধনী অনুষ্ঠানে দীপংকর তালুকদার এমপি একথা বলেন।
রাঙামাটি বেতার কেন্দ্র এলাকায় অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও রাঙামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শহিদুজ্জামান মহসিন রোমান, রাঙামাটি জেলা আওয়ামীলীগের সদস্য ও রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতি সভাপতি পরেশ মজুমদার, সহ-সভাপতি কবির আহাম্মদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিমসহ সমিতির অন্যান্য নেতাকর্মীরা।


অনুষ্ঠানে দীপংকর তালুকদার এমপি করোনা ভাইরাসের কারণে বেকার হয়ে পড়া ১৪শ চালক ও শ্রমিকদের প্রতিজনকে ২৫ কেজি করে চাউল বিতরণ অনুষ্ঠানের উদ্ধোধন করেন।

 

রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এসময় শহিদুজ্জামান মহসিন রোমান বলেন, জেলা প্রশাসন আড়াই মেট্রিক টন খাদ্য শস্য ও ২৫ হাজার টাকা নগদ অর্থ জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতিকে সহযোগিতা করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত