বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফের আজ শাহাদাৎ বার্ষিকী

Published: 20 Apr 2020   Monday   

দেশের সাত বীরশ্রেষ্ঠের অন্যতম বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফের সোমার শাহাদাৎ বার্ষিকী।


১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ২০ এপ্রিল পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে তিনি রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে শহীদ হয়েছিলেন । পাকিস্তানি বাহিনীর একটি গোলার আঘাতে ছিন্নভিন্ন হয়ে যায় তার দেহ। পরে দয়াল কৃষ্ণ চাকমা নামে স্থানীয় এক পাহাড়ি ব্যক্তি তার মরদেহ উদ্ধার করে তাকে বুড়িঘাটের একটি দ্বীপে সমাহিত করেন।


১৯৯৬ সালে তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এর উদ্যোগে সেই দ্বীপে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের সমাধি সৌধ নির্মিত হয়। তবে এবছর করোনা ভাইরাস পরিস্থিতির কারনে শাহাদাৎ বার্ষিকীতে কোন আনুষ্ঠানিকতা নেয়া হয়নি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত