আইমাছড়া ইউপির ৫টি ওয়ার্ডে সরকারের বরাদ্দকৃত চাল বিতরণ

Published: 21 Apr 2020   Tuesday   

করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের বিশেষ বরাদ্দকৃত ভিজিএফ চাল আইনমাছড়া ইউপির বিভিন্ন ওয়ার্ডের মেম্বারদের হাতে তুলে দিয়েছেন ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর কুমার চাকমা।

 

ইউনিয়ন কার্যালয়ে পরিষদ কার্যালয়ে  বিতরনকালে এসময় উপস্থিত ছিলেন  উপজেলা শিক্ষা অফিসার মোঃ  আব্দুল হান্নান পাটোয়ারী   ৩নং ওয়ার্ডের মেম্বার ভগিনী সেন চাকমা, ৪নং ওয়ার্ডের মেম্বার কালি কুমার চাকমা,৪,৫ ও ৬ নং ওয়ার্ডের (সংরক্ষিত) মহিলা সদস্য শুভ মালা চাকমা,৬নং ওয়ার্ডের মেম্বার করুনা লাল চাকমা ও ৯নং ওয়ার্ডের মেম্বার কান্ত মনি চাকমা,বরকল মডেল থানার এসঅাই মোঃ কামাল হোসেন প্রমুখ।      

 

এর মধ্যে ৩নং ওয়ার্ডে প্রতিজন চাল ১০ কেজি করে ২৫ জনের সর্বমোট ২শ ৫০ কেজি চাল ৩নং ওয়ার্ডের মেম্বার ভগিনী সেন চাকমা, ৪নং ওয়ার্ডে প্রতিজন ১০কেজি করে ২০জনকে সর্বমোট ২শ কেজি চাল  ৪নং ওয়ার্ডের মেম্বার কালি কুমার চাকমা, ৫নং ওয়ার্ডে প্রতিজন ১০ কেজি  করে ২০ জনকে সর্বমোট ২শ কেজি চাল ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের (সংরক্ষিত) মহিলা সদস্য শুভ মালা চাকমা, ৬নং ওয়ার্ডে  প্রতিজন ১০কেজি করে ২০জনকে সর্বমোট ২শ কেজি চাল  ৬নং ওয়ার্ডের মেম্বার করুনা লাল চাকমা ও ৯নং ওয়ার্ডে প্রতিজন ১০ কেজি করে ২৩জনকে সর্বমোট ২শ৩০ কেজি চাল ৯নং ওয়ার্ডের মেম্বার কান্ত মনি চাকমার হাতে ১০৮ জনের সর্বমোট ১ হাজার ৮০ কেজি চাল ওয়ার্ড মেম্বারদের হাতে তুলে দেওয়া হয়। 

 

আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর কুমার চাকমা জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের বিশেষ বরাদ্দকৃত ভিজিএফ চাল অাইমাছড়া ইউনিয়নে ৫ ওয়ার্ডে প্রতিজনের ১০ কেজি করে ১০৮ পরিবারের সর্বমোট ১হাজার ৮ কেজি চাল মেম্বারদের হাতে তুলে দিতে সক্ষম হয়েছি।   

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.            

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত