রাঙামাটিতে টিসিবির পণ্য ক্রয়ে ভিড়,মানা হচ্ছে না সামাজিক দুরত্ব

Published: 23 Apr 2020   Thursday   

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে রাঙামাটি শহরে কাঠালতলী এলাকায়  ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ(টিসিবি)  এর একটি ডিলার সাশ্রয়ী মূল্য  চিনি, তৈলসহ বিভিন্ন পণ্য বিক্রি করছে। প্রতিদিন  এসব পন্য ক্রয় করতে বিপুল সংখ্যক লোকজন  ভিড়  জমাচ্ছেন। তবে মানা হচ্ছে না সামাজিক দুরত্বের নির্দেশনা।

 

এদিকে আবাসিক এলাকার বসবাসকারী লোকজন অভিযোগ করেছেন প্রতিদিন  বিপুল সংখ্যক মানুষ ওই এলাকায় পণ্য ক্রয় করতে জড়ো হওয়ার কারণে তারা ঝুকিপূর্ন  অবন্থায় রয়েছেন।

 

বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে রাঙামাটি শহরে কাঠালতলী এলাকার   মৈত্রী বিহার সুরু গলিতে  টিসিবি’র  একটি ডিলার সাশ্রয়ী মূল্য চিনি,  তৈল, মশুর ডালসহ বিভিন্ন পণ্য বিক্রি করছে। তবে গলিটি সুরু ও আকারে ছোটো হওয়ায় মহিলারা কাছাকাছি দুটি লাইনে দাড়িয়ে গাদাগাদি করে পণ্য কিনছেন। অপরদিকে পুরুষদেরও দুটি লাইনে দাড়িয়ে পণ্য কিনতে দেখা গেছে। তবে এসব লাইনে দাড়ানো লোকজনরা  স্থাস্থ্য বিভাগের নির্দেশিত সামাজিক দুরত্ব বজায় রাখছেন না। মাঝে মাঝে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা এসে দুরত্ব ঠিক করে দিলেও তারা চলে গেলেও আগের মতো করে গাদাগাদি করে লাইনে দাড়িয়ে যাচ্ছেন। এতে করে ঝুকি বেড়ে যাচ্ছে।

 

অপরদিকে, ওই  আবাসিক এলাকায় বসবাসকারী লোকজনেরা অভিযোগ করেছেন  টিসিবির পণ্য ক্রয়ের জন্য প্রতিদিন  বিপুল সংখ্যক লোকজন জড়ো হচ্ছেন। এতে করে তারা ঝুকিপূর্ন  অবন্থায় রয়েছেন। এলাকাবাসীরা এ ব্যাপারে জেলা প্রশাসনের কাছে  দ্রুত হস্তক্ষেপের কামনা করেছেন।

 

টিসিবির এসব পণ্যর মধ্যে বিক্রি হচ্ছে সেগুলো হলো চিনি প্রতি কেজি ৫০টাকা, মশুর ডাল ৫০ টাকা, সায়াবিন তৈল ২ ও ৫ লিটারের প্রতি কেজি ৮০টাকা, ছোলা প্রতি কেজি ৬০টাকা করে বিক্রি করা হচ্ছে।

 

এ ব্যাপারে রাঙামাটি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর(এনডিসি) উত্তম কুমার দাশের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কাঠালতলী এলাকা থেকে কয়েকজন লোক তাকে মোবাইলের মাধ্যমে এই বিষয়টি অবগত করেছেন। বিষয়টির ব্যাপারে যারা ওই এলাকায় টিসিবি`র পণ্য বিক্রি করছেন তাদেরকে জানানো হয়েছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত