রাঙামাটিতে আশিকার অসহায় ও দুঃস্থ পরিবারকে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ

Published: 25 Apr 2020   Saturday   

করোনা ভাইরাস মোকাবেলায় রাঙামাটিতে স্থানীয উন্নয়ন সংস্থা আশিকা ডেভেপমেন্ট এসোসিয়েটস জেলার দশ উপজেলায় অসহায় ও দুঃস্থ ৭শ পরিবারের মাঝে জরুরী সহায়তা হিসেবে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করেছে। এরই অংশ হিসেবে শনিবার রাঙামাটি সদর উপজেলার ৬টি ইউনিয়নে অসহায় ও দুঃস্থ ৭০ পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

 

রাঙামাটি উপজেলা পরিষদ কার্যালয়ে ইউকে এইড ও ষ্টার্ট ফান্ড বাংলাদেরশর সহায়তায় স্থানীয় উন্নয়ন সংস্থা আশিকা ডেভেপমেন্ট এসোসিয়েটস এর উদ্যোগে সামাজিক দুরত্ব বজায় রেখে এসব স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা উপমা। এসময় আশিকা ডেভেপমেন্ট এসোসিয়েটস এর নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, গ্রোগ্রাম ম্যানেজার কক্সি তালুকদার, সংস্থাটির জেলা প্রকল্প সমন্বয়কারী বিমল কান্তি চাকমা, ফোকাল পার্সন রবিন চাকমাসহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের হাতে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ তুলে দেন। এসব স্বাস্থ্য সুরক্ষা উপকরণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা তাদের ইউনিয়নের অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে বিতরণ করবেন।

 

করোনা ভাইরাস মোকাবেলায় স্বাস্থ্য সুরক্ষা উপকরণের মধ্যে রয়েছে ফিল্টার টেপ, বালতি,মগ, মাস্ক, সাবান, ডিটারজেন্ট পাউডার,টিসুসহ সচেতনামূলক পোষ্টার ও লিফলেট।

 

আশিকা ডেভেপমেন্ট এসোসিয়েটস এর নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা জানান, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ইউকে এইড ও ষ্টার্ট ফান্ড বাংলাদেশের আর্থিক সহায়তায় স্থানীয় উন্নয়ন সংস্থা আশিকা ডেভেপমেন্ট এসোসিয়েটসের পক্ষ থেকে জেলার দশ উপজেলার ৭শ পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ ইতোমধ্যে সম্পন্ন করেছে। এছাড়া রাঙামাটি জেলার দশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেবুলাইজারসহ অক্সিজেন সিলিন্ডার ও ফ্লুমিটার বিতরণ করেছে।

 

উল্লেখ্য, করোনা ভাইরাস মোকাবেলায় আশিকা ডেভেপমেন্ট এসোসিয়েটস এর উদ্যোগে রাঙামাটির ১০ উপজেলার ৫০টি ইউনিয়নে উপজেলা প্রশাসন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মাধ্যমে ৭শ পরিবারকে জরুরী সহায়তা হিসেবে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করেছে। এছাড়া সাজেকে হাম আক্রান্ত শিশুদের পরিবারের মাঝে নগদ অর্থ ও লিফলেট বিতরণ করেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত