রাঙামাটি শহরের ৫শ পরিবারকে ত্রাণ দিলো সিরাজুল ইসলামের পরিবার

Published: 25 Apr 2020   Saturday   

করোনা প্রার্দূভাবে কর্মহীন হয়ে পড়া রাঙামাটি শহরের ৫ শতাধিক পরিবারের মাঝে ব্যবসায়ী সিরাজুল ইসলামের পরিবারের পক্ষ খাদ্যশষ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।


শহরের মাতৃমঙ্গল এলাকায় সিরাজুল ইসলামের ছেলে দুবাই প্রবাসী সাহাব উদ্দিন ছেলের উদ্যোগে দেয়া ত্রাণ বিতরণ উদ্ধোধন করেন রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার। এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান, বিশিষ্ট ব্যাবসায়ী সিরাজুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক টিটু বাঙ্গালী’সহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


ত্রাণ সামগ্রির মধ্যে রয়েছে ৮কেজি চাউল, ৫কেজি আলু, ২ কেজি পিয়াজ, মটর ছোলা দেড় কেজি ও ১লিটার সয়াবিন তেল।


বিতরণকালে দীপংকর তালুকদার এমপি বলেন, দেশের চলমান সংকটে খেটে খাওয়া দিনমজুর-অসহায় মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর জন্য সরকারের পাশাপাশি সমাজের ধনী ও বিত্তবানদের এগিয়ে আসতে হবে।


তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় প্রশাসনের মাধ্যমে এ সকল দরিদ্র্য জনগণের কষ্ট লাঘবের জন্য বিশেষ প্রণোদনা ব্যবস্থা চালু করেছেন এবং তাদের সাহায্য-সহযোগিতা প্রদান অব্যাহত রেখেছেন। তিনি বলেন, এই সংকটক মুহূতে দুবাই প্রবাসী ব্যাবসায়ী সাহাব উদ্দিন বিভিন্ন এলাকার ৫শতাধিক অসহায় পরিবারদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করে যে নজির স্থাপন করেছেন তেমনি অন্যান্য বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে।

 

তিনি বলেন, আপনারা আতঙ্কিত হবেন না। ধৈর্য্য, দায়িত্বশীলতা ও দেশপ্রেম নিয়ে একযোগে সবাইকে এই প্রাণঘাতী ভাইরাস প্রতিরোধে কাজ করতে হবে। ঘরে ঘরে সচেতনতা গড়ে তুলতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত