কাপ্তাইয়ে সাংসদ দীপংকর তালুকদারের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার বিতরণ

Published: 29 Apr 2020   Wednesday   

করোনা ভাইরাস সংক্রমণরোধে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্রদের মাঝে রাঙামাটি সাংসদ দীপংকর তালুকদার কাপ্তাই উপজেলার ১হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার তুলে দেন।


বুধবার সকালে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা, ওয়াগ্গায় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার স্বরূপ চাল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য এবং ব্যক্তি উদ্যোগের ত্রান হতদরিদ্র পরিবারের সদস্যদের হাতে তুলে দেন।


এই সময় কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য থোয়াই চিং মারমা, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, উপজেলা আ`লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এছাড়া ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ালীগের সাধারণ সম্পাদক কামরুল হোসেন এর ব্যক্তিগত উদ্যোগে ২৫ জন এতিমসহ ১০০ জন, ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৪০০ জন এবং উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন এবং তাঁর পরিবারের পক্ষ হতে শিলছড়ি এবং কাপ্তাই লগগেইট এলাকায় ২০০ জন হতদরিদ্র পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত