দীঘিনালায় এরশাদ চাকমার দ্বিতীয় নমুনা পরীক্ষার রিপোর্ট করোনা নেগেটিভ

Published: 03 May 2020   Sunday   
প্রতীকি ছবি।

প্রতীকি ছবি।

খাগড়াছড়ির দীঘিনালায় দ্বিতীয় দফায় নমুনা পরীক্ষায় নারায়নগঞ্জন ফেরত পোষাক কর্মী এরশাদ চাকমার শরীরে করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। তার আগে গেল ২৯ এপ্রিল প্রাথমিক নমুনা পরীক্ষায় তার শরীরে করোনা প্রজেটিপ এসেছিল।

 

রোববার(৩ মে) এরশাদ চাকমার দ্বিতীয় দফায় নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় তার পরিবারের লোকজনের মাঝে স্বস্তি ফিরে এসেছে। বর্তমানে তাকে উপজেলার হোটেল ইউনিটিতে আইসোলেশনে রাখা হয়েছে। তৃতীয় দফায় নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসলে তাকে ছাড়পত্র দেয়া হবে বলে জানা গেছে। 

 

এদিকে এরশাদ চাকমার স্ত্রী পূর্ণা চাকমা মুঠোফোনে জানান, দ্বিতীয় দফায় নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় বড় ধরনের টেনশান থেকে মুক্তি পেয়েছি। পরিবারের লোকজনের মাঝেও স্বস্তি ফিরে এসেছে। তৃতীয় রিপোর্টটিও যাতে নেগেটিভ আসে সেজন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করছি।


দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তনয় দেওয়ান জানান, দ্বিতীয় দফায় সংগ্রহ করা নমুনা পরীক্ষায় পোষাক কর্মী এরশাদ চাকমার শরীরে করোনা নেগেটিভ এসেছে। তার আগে গত ২৯ এপ্রিল প্রথম নমুনা পরীক্ষায় তার শরীরে করোনা প্রজেটিপ এসেছিল। বর্তমানে তাকে উপজেলার একটি হোটেল ইউনিটিতে আইসোলেশনে রাখা হয়েছে। তৃতীয় নমুনা পরীক্ষার রিপোর্টটি নেগেটিভ আসলেই এরশাদ চাকমাকে ছাড়পত্র দিয়ে বাড়িতে পাঠানো হবে বলে জানান তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত