বালুখালী ইউনিয়নে কর্মহীনদের পাশে মুসাশি বাংলাদেশ জাপান

Published: 05 May 2020   Tuesday   

করোনা মোকবেলায় কর্মহীন হয়ে পড়া রাঙামাটির বালুখালী ইউনিয়নে অসহায় ও দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেছে মুসাশি বাংলাদেশ জাপান লিমিটেড। 

 

বালুখালী  ইউপি কার্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ১৮০ পরিবারের মাঝে ত্রাণ- সামগ্রী বিতরনের উদ্বোধন করেন রাঙামাটি ২৯৯ নং আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার। এসময়  উপস্থিত ছিলেন রাঙামাটি সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হৃদয় বিকাশ চাকমা, সাধারণ সম্পাদক সুখময় চাকমা, ১২৯ নং কাইন্দ্যামূখ মৌজার হেডম্যান নবদ্বীপ চন্দ্র দেওয়ান, কার্বরিী অমূল্য ধন চাকমা , যুবলীগ নেতা মো: কামাল উদ্দিন ,সদর উপজেলা আওয়ামীলীগের সদস্য পলাশ চাকমা, সদর যুবলীগের যুগ্ন- সম্পাদক টিটু বিশ্বাস, সাধারণ সম্পাদক নতুন কুমার ত্রিপুরা, বন্দুক ভাঙ্গা ইউনিয়ন আওয়ামীগের সাধারণ সম্পাদক ত্রিতোষ চাকমা, বালুখালী ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক রিপন চাকমা ও স্বাস্থ্যকর্মী জলন্ত চাকমা প্রমূখ।

 

মুসাশি বাংলাদেশ জাপান লিমিটেডএর উদ্যোগে এবং বালুখালী ইউনিয়নে যুবলীগের সহ- সভাপতি অমর কুমার চাকমার সার্বিকভাবে সহযোগিতায় ও মুসাশি বাংলাদেশ জাপান লি: এর ম্যানেজার অমর বিকাশ চাকমার আর্থিক সহায়তা প্রদান করেন।  এসময় বালুখালী ইউপির ৭নং, ৮ নং ও ৯ নং ওর্য়াডের ১৮০ টি পরিবারের মাঝে এ খাদ্য- সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে ৮ কেজি চাল,  আলু ১ কেজি ৫০০ গ্রাম, লবন ১ কেজি, সিদোল(নাপ্পি) ৩৫০ গ্রাম, পেঁয়াজ ৫০০ গ্রাম, আধা লিটার তেল, বিস্কিুট ১ প্যাকেট ও ১ টি করে সাবান রয়েছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত