খাগড়াছড়িতে ৫শ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের মানবিক সহায়তা প্রদান

Published: 05 May 2020   Tuesday   

বৈশ্বিক করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্থত পরিবারের মাঝে বাংলাদেশে রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর থেকে প্রেরিত ফুড প্যাকেজ বিতরণ হয়েছে খাগড়াছড়িতে।

 

সোমবার খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট অফিস সংলগ্ন হাইস্কুল মাঠে এই ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপানা পর্ষদ সদস্য, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট চেয়ারম্যান কংজরী চৌধুরী, ইউনিট সেক্রেটারি ও খাগাড়ছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শানে আলম, ইউনিটের ভাইস-চেয়ারম্যান এডভোকেট জসীম উদ্দিন মজুমদার, ইউনিট কার্যনির্বাহী সদস্য মো. জসীম উদ্দিন, ক্যজরী মারমা, ধীমান খীসা, মো. শহীদুল ইসলাম, রোকেয়া বেগম এবং ইউনিট লেভেল অফিসার আব্দুল গনি মজুমদার।

 

খাগড়াছড়ি জেলা সদরসহ জেলার আরও ৮টি উপজেলায় সোসাইটি থেকে প্রেরিত ফুড প্যাকেজ বিতরণ সম্পন্ন করেছে খাগাড়ছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট। খাগাড়ছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের অধীনে যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের মাধ্যমে সামাজিক দুরুত্ব নিশ্চিত করে এই বিতরণ করা হয়েছে।

 

উল্লেখ্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর সারাদেশে ৭৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা হিসেবে ফুড প্যাকেজ বিতরণ করেছে। সেই লক্ষ্যেই খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের মাধ্যমে ৫০০ প্যাকেট ফুড প্যাকেজ বিতরণ সম্পন্ন করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত