খাগড়াছড়ি এখনো করোনামুক্ত, এরশাদের তৃতীয় নমুনা পরীক্ষাও নেগেটিভ

Published: 09 May 2020   Saturday   

খাগড়াছড়ির প্রথম কোভিড-১৯ রোগী এরশাদ চাকমার নমুনা পরীক্ষায় প্রধমকার পজেটিভ এলেও দ্বিতীয় ও তৃতীয় বারের নমুনা পরীক্ষায় নেগেটিভ এসেছে। পরপর দু‘বার নমুনা পরীক্ষা নেগেটিভ আসায় এই মুহুর্তে খাগড়াছড়ি পার্বত্য জেলা করোনামুক্ত বলে জানিযেছেন খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ। 

 

তিনি আরো জানান, করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে থাকা বাকি ১৪ ব্যক্তির নমুনা রিপোর্টও এর আগে নেগেটিভ আসে।


উল্লেখ্য, নারায়নগঞ্জ ফেরত ঐ গার্মেন্টস কর্মী  গেল ১৮ এপ্রিল খাগড়াছড়ির দীঘিনালায় এসেছিলেন। সেখানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা অবস্থায় গেল ২২ এপ্রিলের চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এ পাঠানো প্রথম নমুনা রিপোর্ট পজেটিভ এসেছিলো। এরপর গেল ৬ মে দ্বিতীয় নমুনা পরীক্ষায় নেগেটিভ আসে। সর্বশেষ পাঠানো তৃতীয় নমুনা পরীক্ষার রিপোর্ট শুক্রবার নেগেটিভ আসলো। এ নিয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা এখন করোনা মুক্ত।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত