রাঙামাটি শহরের রিজার্ভ মুখ এলাকার অগ্নিকান্ডে ১৯টি ঘর পুড়ে ছাই

Published: 09 May 2020   Saturday   

রাঙামাটি শহরের রিজার্ভ মুখ এলাকার চেয়ারম্যান কলোনীতে শনিবার অগ্নিকান্ডে ১৯টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় প্রায় ৩০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবী করেছেন।

 

স্থানীয়রা সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে রিজার্ভ মুখ রাঙাামাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান কাজী নজরুল ইসলামের ভাড়াটিয়া বাসা চেয়ারম্যান কলোনীর একটি রান্না ঘরের চুলা থেকে আগুন লাগে। মুহুর্তেও মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সাথে সাথে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে খবর পেয়ে রাঙামাটি ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট, সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা এসে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

 

রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রতন কুমার নাথ জানান, আগুন লাঘার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত