জুরাছড়িতে ইউনিয়ন পরিষদ ও থানায় পিপিই,মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

Published: 11 May 2020   Monday   

রাঙামাটি জুরাছড়ি উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে থানা পুলিশ সদস্য ও ইউনিয়ন পরিষদে সুরক্ষা সামগ্রী হিসেবে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই), মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস, এন্টিস্যাপটিক সাবান বিতরণ করেছেন উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ।

 

সোমবার স্থানীয় সরকার বিভাগের  ৬ লক্ষ টাকার অর্থায়নে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সময় সামগ্রী থানা প্রতিনিধি ও ইউপি চেয়ারম্যানদের হাতে তুলে দেন উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনন্যা চাকমা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সম্মিতা চাকমা উপস্থিত ছিলেন।

 

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান জানান, প্রশাসন ও উপজেলা পরিষদ করোনা ভাইরাসে কর্মহীন ক্ষতিগ্রস্থ্য অসহায়, দরিদ্র, দুস্থ্যদের সার্বিক সহায়তা প্রদান করে যাচ্ছে। ইতি মধ্যে উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় হতে প্রদত্ত খাদ্য সামগ্রী তিন হাজার সাত শত পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। এছাড়া শিশু খাদ্য বিতরণ করা হয়েছে ৪১০ পরিবারের মধ্যে।

 

তিনি আরো জানান, ইতিমধ্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ১২০০ পরিবারকে খাদ্য শস্য, সমাজ সেবা ও উপজেলা পুষ্টি কমিটির পক্ষ থেকে ২২০ পরিবার, উপজেলা কর্মকর্তাদের ব্যক্তিগত উদ্যোগে সংগৃহীত ৫১০ পরিবারকে এবং বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক ৫শ পরিবারকে নগদ অর্থ বিতরণ করেছে।

 

মোঃ মাহফুজুর রহমান আরো জানান, করোনায় মধ্যে বৃত্ত অনেক পরিবার রয়েছে, লাইনে দাড়িয়ে ত্রান নিতে সংকোচ করেন। প্রশাসনের হট নাম্বারে এসএমএস কিংবা উপজেলা প্রশাসন জুরাছড়ি (Upazila Administration Jurachari) ফেইজবুক পেইজের ইনবক্সে আবেদন করলেই গোপনে পৌছে যাবে সহায়তা।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত