করোনায় রাঙামাটিতে আরো এক নার্স আক্রান্ত

Published: 13 May 2020   Wednesday   

করোনা ভাইসরাসে রাঙামাটি জেনারেল হাসপাতালে আরো এক নার্স আক্রান্ত হয়েছেন। হাসপাতালে ২ নার্সসহ রাঙামাটিতে করোনায় ৫ জন আক্রান্ত হলেন।

 

রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ মোস্তফা কামাল জানান, গেল ৬ মে রাঙামাটি জেনারেল হাসপাতালে  করোনায় এক নার্স আক্রান্ত হওয়ার পর তার সংস্পর্শে  আসা ১৯ জনের কাছ থেকে নুমনা সংগ্রহ করে চট্টগ্রামে ল্যাবে পাঠানো হয়। গেল মঙ্গলবার রাতে চট্টগ্রাম থেকে জেলা রাঙামাটি জেলা সিভিল সার্জন কার্যালয়ের ১৯ জনের নমুনার পরীক্ষার মধ্যে একজনের পজিটিভ এসেছে বলে নিশ্চিত করেছে। তবে রাঙামাটি জেনারেল হাসপাতালে কর্মরত ওই নার্সকে বর্তমানে হোম আইসোলেশনে রাখা হয়েছে। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন।

 

উল্লেখ্য, করোনা লক্ষণ থাকায় রাঙামাটি থেকে ৪ জনের কাছ থেকে নমুনা সংগ্রহ করে  পরীক্ষার জন্য চট্টগ্রাম ভেটেনারী ও এনিম্যাল সাইসেন্স বিশ^বিদ্যালয় ল্যাবে পাঠানো হয়। এতে  গেল ৬ মে ৪ জনের শরীরে করোনা পজিটিভ আসে। তবে ৯ থেকে ১০ দিন অতিবাহিত হওয়ার কারণে ও আক্রান্তদের কোন উপসর্গ না থাকায় দ্বিতীয় দফায় নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানোর পর তাদের পরীক্ষার রেজাল্ট নেগেটিভ আসে। আক্রান্তদের মধ্যে ৯ মাসের এক শিশু, ৩৮ বছরের এক নার্স, ১৯ বছরের এক  যুবক ও ৫০ বছরের  এক পুরুষ রয়েছেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত