লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা করোনায় আক্রান্ত

Published: 17 May 2020   Sunday   

বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন।  গেল  ১৩ মে নমুনা নিয়ে কক্সবাজার ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়।  গেল ১৬ মে তার করোনা রিপোর্ট পজেটিভ আসে বলে নিশ্চিত করেছেন বান্দরবান জেলা সিভিল সার্জন অংসুই প্রু মার্মা।


বান্দরবান জেলা সিভিল সার্জন অংসুই প্রু মার্মা জানিয়েছেন, লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহম্মুদুল হকের করোনা উপসর্গ দেখা দিলে গত ১৩ মে করোনার নমুনা নিয়ে কক্সবাজের মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠানো হয়। একই তারিখ হাসপাতালের আরো ৩৩জনের নমুনা পাঠানো হয়।  

 

গেল শনিবার ল্যাব থেকে ৩৪ জনের করোনা রিপোর্ট আসে। ৩৪জনের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার করোনা পজেটিভ আসে।  তিনি লামা হাসপাতালের তার নিজস্ব কোয়ার্টার আইসোলেশন সেন্টার করে অবস্থান করছেন। কোয়ার্টারে তিনি একাই থাকেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত