দি ওয়াল্ড বুদ্ধ শাসন সেবক সংঘ’ বাংলাদেশ এর প্রতিবাদ

Published: 26 May 2020   Tuesday   

বান্দরবানে রাজবিহার কমিটিকে পাশ কাঠিয়ে রাজগুরু বিহারে হাজার বছরের সত্য বুদ্ধকে সীলগালা করা ও রাজবিহারে অভিষেক অনুষ্ঠান করার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে ‘ দি ওয়াল্ড বুদ্ধ শাসন সেবক সংঘ’ বাংলাদেশ, খাগড়াছড়ি জেলা শাখা।

 

মঙ্গলবার বিকেলে ‘ দি ওয়াল্ড বুদ্ধ শাসন সেবক সংঘ’ বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখা সভাপতি প্রফেসর ড. কংজঅং চৌধুরী ও সাধারণ সম্পাদক নব কুমার চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বান্দরবান রাজবিহার কমিটিকে পাশ কাঠিয়ে জোড় পূর্বক দলীয় প্রভাব খাটিয়ে বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈহ্লা ও বোমাং রাজা উ উচপ্রু সম্মিলিত ভাবে রাজ বিহারের হাজার বছরের সত্য বুদ্ধকে সীলগালা করা ও রাজবিহার দখল করে অভিষেক করার সিদ্ধান্ত নিয়েছে তার প্রতিবাদ জানাচ্ছি।


প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয় করোনার কারনে সারা বাংলাদেশ লক ডাউন থাকতে ‘ দি ওয়াল্ড বুদ্ধ শাসন সেবক সংঘ’ খিয়ংওয়া কিয়ং রাজবিহারে বৈশাখী পূর্ণিমা পালন করতে পারেনি। যেহেতৃ এখন সারা বিশে^র ন্যায় বাংলাদেশে ও করোনা পরিস্থিতি বিদ্যামান রয়েছে। এই সময়ে এই অভিষেক অনুষ্ঠানে করা ঠিক নয় বলে বলেন তারা।

 

এছাড়া এই সময়ে করোনা পরিস্থিতির মধ্যে সম্পূর্ণ বেআইনি ভাবে বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈহ্লা ও বোমাং রাজা উ উচপ্রু বিহারের সত্য বুদ্ধকে সীলগালা করে ও অবস্থানরত ভিক্ষু সংঘসহ মিশিলাদের ও প্রয়াত গুরু ভান্তে কর্তৃক পরিচালিত ‘বি হ্যাপী লার্নিং সেন্টারের’ অনাথ ও দুস্থ শিশুদের বিহার থেকে জোড় পূর্বক বের করে দেয়। শুধু তাই নয় তাদের ব্যবহারের সব জিনিসপত্র ছুড়ে ফেলে দেয় এবং তাদের মৃত্যুর হুমকি দেয়া হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। করোনা পরিস্থিতির মধ্যে বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈহ্লা ও বোমাং রাজা উ উচপ্রু গেল বৃহস্পতিবার (২৮ মে) অভিষেক অনুষ্ঠান করবে বলে বান্দরবান শহরের মাইকিং করে সর্বসাধারণকে জানিয়েছে। তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।


করোনা পরিস্থিতির এই ভয়াবহ দিনে এই অভিষেক অনুষ্ঠান না করার জন্য দাবী জানিয়েছে ‘ দি ওয়াল্ড বুদ্ধ শাসন সেবক সংঘ’ বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখা। তারা এই অনুষ্ঠান বন্ধের জন্য প্রেস বিজ্ঞপ্তিতে মাননীয় প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। না প্রয়োজনে আইনী পদক্ষেপ গ্রহন করবেন বলে ও বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো স্বাক্ষর করেন সদস্য বিনোদ চাকমা,মংশেপ্রু চৌধুরী,মংশৈনু মারমা,উথোয়াই মারমা,মমং মারমা প্রমুখ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত