রাঙামাটিতে করোনা আক্রান্ত বেড়ে ৭০, সুস্থ ৩২ জন

Published: 05 Jun 2020   Friday   

২৪ ঘন্টায় রাঙামাটি সদরের ভেদভেদীতে ১৭ বছরের এক তরুন নতুন করে ১ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে এ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৭০ জন। শুক্রবার নতুনভাবে করোনায় ১জন শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা।


এদিকে করোনা বিষয়ক ফোকাল পার্সন ডাঃ মোস্তফা কামা জানান, গেল রাতে ৪১ জনের নমুনা রিপোর্ট রাঙামাটি এসেছে তার মধ্যে ৪০ জন নেগেটিভ ও ১ জন পজেটিভ রোগী পাওয়া গেছে। ইতিমধ্যে করোনা আক্রান্তদের মধ্যে ৩২ জন সুস্থ সম্পূর্ণ সুসথ হয়েছেন। বর্তমানে আইসোলেশনে রয়েছে ১১ জন।


তিনি আরো জানান, চট্টগ্রামে পরীক্ষার জন্য মোট নমুনা প্রেরণ ১২০৮ এর মধ্যে নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। তার মধ্যে ১০২০ জনের রিপোর্ট পাওয়া গেছে। রিপোর্ট বাকী রয়েছে ১৮৮ জনের।


এছাড়া জেলায় এ পর্যন্ত কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে ২৯০৪ জনের। তার মধ্যে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলো ৯৭৪ জন এবং হোক কোয়ারেন্টাইনে ছিলো ১৯৩০ জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে ছাড় পত্র পেয়েছে ২৬৭১ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছে ২৩৩ জন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত