কাপ্তাইয়ে দুর্বৃত্তদের গুলিতে সন্তু লারমা সমর্থিত জেএসএস কর্মী নিহত

Published: 08 Jun 2020   Monday   

রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের বড়ইছড়ি-ওয়াগ্গা সড়কের ২ কিমি পূর্বে ভাইজ্যাতলি পাগলি মধ্যম পাড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে সন্তু লারমার সমর্থিত জেএসএসের কর্মী নিহত হয়েছেন। সোমবার (৮ জুন) সকাল প্রায় ৯টার সময় এ হত্যাকান্ড সংগঠিত হয়। নিহতের নাম পদ্ম কুমার চাকমা(৫০)। তিনি রাঙামাটি সদর উপজেলার ভেদভেদী উদনন্দী আদামের মৃত সুরেশ চন্দ্র চাকমার ছেলে। 

 

পুলিশ জানায়,উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের  বড়ইছড়ি-ওয়াগ্গা সড়কের ২ কিমি পূর্বে ভাইজ্যাতলি পাগলি মধ্যম পাড়া এলাকায় সোমবার সকাল ৯টার দিকে একটি চা ও মুদি দোকানদার নতুন চন্দ্র তনচংগ্যার দোকানে বসেছিলেন পদ্ম কুমার।  এসময় ৩ জন  দুর্বৃত্ত সেখানে গিয়ে প্রথমে তাকে দোকানের বারান্দায় গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় তিনি দোকানের ভেতরে ঢুকে আত্মরক্ষার চেষ্টা করলে দুর্বৃত্তরা  দোকানের পেছনে দরজা লাথি মেরে ভেঙ্গে ভেতরে ঢুকে তাকে আবারো গুলি করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ১০ টায় কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রকাশ্য দিবালোকে এক ব্যক্তিকে হত্যার পর ওই এলাকায় স্থানীয় জনগনের মাঝে আতংক বিরাজ করছে।

 

স্থানীয় দোকানদার নতুন চন্দ্র তনচংগ্যা জানান, নিহত লোকটি মাঝে মাঝে তার দোকানে এসে বসতো। সোমবার সকাল ৯ টায় তিনি দোকানের বাহিরে বারান্দায় বসে কলা খাচ্ছিলেন। সেসময় ৩ জন অস্ত্রধারী সামনে এসে তার উপর গুলি চালিয়ে তাকে হত্যা নিশ্চিত করে পাহাড়ের দিকে চলে যায়। 

 

এদিকে, ঘটনাস্থলে সকাল ১১ টার পর নিহতের স্ত্রী এবং তার কন্যা  উপস্থিত হয়ে  নিহতের লাশ শনাক্ত করেন। নিহতের স্ত্রী রুপা চাকমা জানান, তার স্বামী একসময় আঞ্চলিক দল জেএসএস কর্মী ছিলেন। তার প্রতিপক্ষরা তাকে হত্যা করতে পারে বলে তিনি জানান।

 

কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তি জেএসএস কর্মী বলে শুনেছি।এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে কাপ্তাই থানা ওসি জানান।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত