রাঙামাটি শহরে দরিদ্র ও অসহায়দের ঘরে ঘরে ত্রাণ পৌছে দিল সেনাবাহিনী

Published: 09 Jun 2020   Tuesday   

করোনা ভাইরাসের কারনে রাঙামাটি শহরের বিভিন্ন স্থানে কর্মহীন ও অসহায় হয়ে পড়া লোকজনদের ঘরে ঘরে সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রাণ সহায়তা  পৌছে দেয়া হয়েছে।

 

সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসির নির্দেশে ও রাঙামাটি রিজিয়নের তত্ত্বাবধানে রাঙামাটি সদর জোনের পক্ষ থেকে সকালে শহরের তবলছড়ি, আসামবস্তি, ভেদভেদী ও মুসলিমপাড়া এলাকায় এই ত্রাণ সহায়তা ঘরে ঘরে পৌছৈ দেয়া হয়। এসময় কর্মহীন অসহায় দু:স্থ পাহাড়ি-বাঙ্গালী মানুষের ঘরে ঘরে গিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে এসব ত্রাণ পৌঁছে দেন সেনা সদস্যরা।

 

ত্রাণ সামগ্রি বিতরণের  সময় উপস্থিত ছিলেন  রাঙামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মোঃ রফিকুল ইসলাম পিএসসি, মেজর মোঃ নাজমুল হাসান। 

 

সেনা কর্মকর্তারা জানান, রাঙামাটিতে করোনা পরিস্থিতি মোকাবেলায় মাঠ প্রশাসনকে সহযোগিতার পাশাপাশি, মানুষের মাঝে মাস্ক পরিধান নিশ্চিত করা, সামাজিক দুরত্ব বজায় রাখা ও জন সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি মানবিক দিক বিবেচনা করে অসহায়, দু:স্থ, নি¤œ আয়ের দরিদ্র মানুষের মানুষের ঘরে ঘরে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত