বরকলের ৫ইউনিয়নে কর্মহীন ও অসহায়দের মাঝে খাদ্য শস্য বিতরণ

Published: 14 Jun 2020   Sunday   

রাঙামাটি অফিস করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পরা রাঙামাটির দূর্গম বরকল উপজেলার ৫টি ইউনিয়নের দু:স্থ ও অসহায় পরিবারদের মাঝে রোববার জেলা পরিষদের পক্ষ থেকে  খাদ্য বিতরণ করা হয়েছে।

 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে উপজেলার সুবলং, ভুষনছড়া, বরকল, আইমাছড়া ও বড় হরিনা ইউনিয়নের কর্মহীন.দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ২৩ মে: টন খাদ্যশস্য বিতরণ করা হয়। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কক্ষে পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের হাতে  এই খাদ্যশস্যের ডিও লেটার প্রদান করেন। এ সময় জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, পরিষদ সদস্য অংসুই প্রু চৌধুরী, পরিষদ  সদস্য রেমলিয়ানা পাংখোয়া ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাক্তন সদস্য ও বরকল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সবির কুমার চাকমা,  ভুষনছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ মামুন, সুভলং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মধু মিলন চাকমা, ৩নং আইমাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমর কুমার চাকমা চাকমা, বরকল ইউনিয়ন পরিষদের সচিব জীবন চাকমা ও ৫নং বড় হরিনা ইউনিয়ন পরিষদের কিরন জ্যোতি চাকমা উপস্থিত ছিলেন। 

 

খাদ্যশস্যের ডিও লেটার প্রদানকালে  জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, করোনাভাইরাসের কারণে এই সঙ্ককটকালীন মুহূর্তে সমাজের ধনী ও বিত্তবানদের খেটে খাওয়া দিনমজুর-অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।  তিনি বলেন, ধৈর্য্য, দায়িত্বশীলতা ও দেশপ্রেম নিয়ে একযোগে আমাদের সকলকে এই প্রাণঘাতী ভাইরাস প্রতিরোধে কাজ করতে হবে।

 

তিনি বলেন, করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে সামাজিক মেলামেশা বন্ধ রেখে দূরত্ব বজায় রাখা অন্যতম কার্যকর একটি উপায়। খুব বেশি প্রয়োজন ছাড়া মানুষকে বাড়ির বাইরে আসতে নিরুৎসাহিত করতে তিনি জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত