শুভলং বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ সহায়তা প্রদান

Published: 15 Jun 2020   Monday   

রাঙামাটির শুভলং বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ শতাধিক পরিবারের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে সোমবার ত্রাণ সামগ্রী প্রদান করা হয়েছে।

 

সুভলং ধাইমাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে রাঙামাটি রিজিয়নের সহায়তায় রাঙামাটি সদর সেনা জোনের উদ্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল রফিকুল ইসলাম পিএসসি।  এ সময় সুভলং ক্যাম্প কমান্ডার মেজর আব্দুর রাজ্জাকসহ সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, পিয়াজ আলুসহ বিভিন্ন খাদ্যদ্রব্য সামগ্রী প্রদান করা হয়। এর আগে রাঙামাটি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল রফিকুল ইসলাম আগুনে পুড়ে যাওয়া স্থান পরিদর্শন করেন।

 

উল্লেখ্য, গেল রোববার বিকালে শুভলং বাজারের একটি বাড়ীর গ্যাসের চুলার আগুন থেকে অগ্নিকান্ডে ৮৭টি দোকানপাত ও বসত ঘর পুড়ে যায়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত