বান্দরবানে দুর্বৃত্তদের গুলিতে ইউপি সদস্য নিহত

Published: 16 Jun 2020   Tuesday   

বান্দরবান সদর উপজেলা কুহালং ইউনিয়নের বাকিছড়া মাঝের পাড়ায় দুর্বৃত্তদের গুলিতে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। তার নাম সাইচহ্লা মার্মা(৩৮) । গেল সোমবার সন্ধ্যায় তাঁর নিজ বাড়িতে এ ঘটনা ঘটেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়,  গেল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বান্দরবার সদর উপজেলার কুহালং ইউনিয়নের বাকিছড়া মাঝের পাড়ায় ইউপি সদস্যকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে।  হত্যার আগে পাড়ায় অপরিচিত দুইজন লোক আসে। পাড়ার এক ছেলেকে ডেকে ইউপি সদস্য  সাইচহ্লা মার্মার বাড়ি চিনিয়ে দিতে বলে। ছেলেটি তাদের দুইজনকে ইউপি সদস্যের বাড়ির সামনে নিয়ে যায়। তাদের দুইজনের একজন ইউপি সদস্যের নাম ধরে ডাকে। অন্যজন একটু দূরে দাঁড়িয়ে ছিল। বাড়ি থেকে বের হওয়ার পর কোমর থেকে অস্ত্র বের সাইচহ্লা মার্মাকে গুলি করা হয়। গুলি তাঁর তলপেটে লাগে। দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়।

 

কুহালং ইউপি চেয়ারম্যান সানুপ্রু মার্মা জানান, স্থানীয়রা তাকে ফোন করে ইউপি সদস্যকে গুলি করার বিষয়টি জানায়। এরপর ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।

 

সদর থানা ওসি শহিদুল ইসলাম জানান, কারা ইউপি সদস্যকে গুলি করে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো মামলা দায়ের করেনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত