রাঙামাটিতে নতুন করে ২১ জন করোনায় আক্রান্ত, মোট আক্রান্ত ১২৬ জন

Published: 17 Jun 2020   Wednesday   

গেল ২৪ ঘন্টায় রাঙামাটিতে নতুন করে ২১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্ত হলো ১২৬ জন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে বাঘাইছড়ি উপজেলায় এক মহিলা ও রাঙামাটি শহরে অপর এক মহিলা মারা গেছেন।


জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডাঃ মোস্তফা কামাল জানান,গেল মঙ্গলবার রাতে চট্টগ্রাম ভেটেনারী এন্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় (সিভাসু) থেকে ২৩টি রিপোর্ট এসেছে। তার মধ্যে ১৬ জনে রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে। এছাড়া বুধবার সকালে আরো ৫ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। তার মধ্যে কাপ্তাইয়ে ৪ জন এবং রাজস্থলীতে ১ জন।


তিনি আরো জানান, রাঙামাটিতে নতুন শনাক্ত রোগীদের মধ্যে রয়েছেন রাঙামাটি জেনারেল হাসপাতালের ১জন চিকিৎসক, শহরের ভেদভেদী এলাকায় ৬ জন আনসার সদস্য, সুখীনীলগঞ্জ পুলিশ লাইনের ১ পুলিশ সদস্য, আসামবস্তী এলাকায় ১ জন, শান্তি নগর এলাকায় ১ জন, কাঠালতলী এলাকায় ১ জন, দেবাশীষ নগরের ১ জন, কালিন্দপুরের ১ জন, রিজার্ভ বাজারের ১ জন, তবলছড়ির ১ জন এবং কাপ্তাই উপজেলায় ৫ জন পুলিশ সদস্য।


জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী করোনায় আক্রান্তদের মধ্যে ৫০ সুস্থ হয়েছেন। বর্তমানে আইসোলেশনে রয়েছেন ২৩জন। কোয়ারেন্টাইনে রয়েছেন ১৯৫ জন এবং সুস্থ হয়েছেন ৫০ জন।
এদিকে, করোনা উপসর্গ নিয়ে বাঘাইছড়ি উপজেলায় এক মহিলা ও রাঙামাটি শহরের এক মহিলা মারা গেছেন। এ নিয়ে রাঙামাটিতে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৪ জন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত