কাপ্তাইয়ে স্মার্ট পেট্রোলিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

Published: 19 Jun 2020   Friday   

পার্বত্য চট্টগ্রাম দক্ষিন বন বিভাগের উদ্যোগে কাপ্তাইয়ে স্মার্ট পেট্রোলিং বিষযক ৫ দিনব্যাপী শুক্রবার প্রশিক্ষণ শেষ হয়েছে।

 

কাপ্তাই জাতীয় উদ্যানে কাপ্তাই বনফুল রেস্ট হাউজে প্রশিক্ষনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিন বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রফিকুজ্জামান শাহ্। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  পার্বত্য চট্টগ্রাম দক্ষিন বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোস্তাফিজুর রহমান।  কাপ্তাই রেন্জ কর্মকর্তা মাহাবুব উল আলমের সঞ্চালনায় কর্মশালায় প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন চাইনিজ একাডেমি অফ সাইন্সের বন্য প্রাণী অপরাধ বিশেষজ্ঞ ডঃ নাছির উদ্দিন। কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাপ্তাই রেন্জের সিএমসির সভাপতি কাজী মাকসুদুর  রহমান বাবুল।

 

৫ দিনব্যাপী এই কর্মশালায় স্মার্ট পেট্রোলের মাধ্যমে কিভাবে বন,বন্যপ্রাণী এবং প্রাকৃতিক সম্পদ বিষয়ে মোবাইল বা জিপিএসের মাধ্যমে তথ্য নিয়ে অতি সহজে তথ্য আদান প্রদান করতে পারে এবং হাতির আনাগোনা সহজে নিরুপন করা যায় সে বিষয়ে সম্মুখ ধারনা দেওয়া হয় ।কর্মশালায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিন বন বিভাগের আওতাধীন ১৫ জন বিট কর্মকর্তা ও সহকারী বিট কর্মকর্তাগণ অংশ নেয়। অনুষ্ঠান শেষে  প্রধান অতিথি অংশ গ্রহনকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।

 

উল্লেখ্য, গেল ১৫ জুন রাঙামাটি অঞ্চলের বন সংরক্ষক ছানাউল্যা পাটোয়ারি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৫ দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত