খাগড়াছড়িতে দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত

Published: 28 Jun 2020   Sunday   

খাগড়াছড়িতে দুর্বৃত্তদের গুলিতে প্রসীত গ্রুপের ইউপিডিএফের এক সক্রিয় কর্মী নিহত হয়েছেন। তার নাম ধর্মজয় ত্রিপুরা। রোববার সকালে  দীঘিনালা উপজেলার দুর্গম হাজা পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত  ধর্মজয় ত্রিপুরা  উপজেলার একই এলাকার সুখী চরণ ত্রিপুরার ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়  রোববার সকালে বাড়ি থেকে বের হয় ধর্মজয় ত্রিপুরা । এসময় সন্ত্রাসীরা তার উপর অর্তকিত গুলি করে। এ সময় দৌড়ে পালানোর সময় গুলিবিদ্ধ হয় ধর্মজয় ত্রিপুরা। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

 

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম চন্দ্র দেব জানান ‘প্রতিপক্ষ জেএসএস এমএন লারমা বা ইউপিডিএফ গণতান্ত্রিক দলের হামলায় এই হত্যাকান্ড হয়ে থাকতে পারে। ঘটনাস্থল অত্যন্ত দুর্গম । পুলিশ লাশ উদ্ধারে ঘটনাস্থলের উদ্দ্যেশে রওনা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হবে।

 

এ ঘটনায় ইউপিডিএফ  প্রসিত দলের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা স্বাক্ষরিত এক প্রেস বার্তায় খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অনি চাকমা ধর্মজয় ত্রিপুরাকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ ঘটনায় তিনি জেএসএস এমএন লারমা দলকে দায়ী করেন।

 

তবে এ ঘটনা সাথে  জেএসএস এমএন লারমা দল জড়িত নয় বলে, দলের পক্ষ থেকে অন্বীকার করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত