আইমাছড়া ইউপিতে সরকারের বিশেষ বরাদ্দ খাদ্যশস্য বিতরণ

Published: 30 Jun 2020   Tuesday   

দূর্গম অাইমাভ্ছড়া ইউনিয়নে  দুষ্ট পরিবার,হতদরিদ্র জেলে ও শিশুদের মাঝে  সরকারের বিশেষ বরাদ্দ মেম্বারদের হাতে তুলে দেন অাইমাছড়া ইউপি চেয়ারম্যান অমর কুমার  চাকমা।

   

রাঙামাটির বরকল উপজেলায় আইমাছড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে  দুস্থ পরিবার,হতদরিদ্র জেলে ও শিশুদের জন্য জি.অার চাল  ও বরাদ্দকৃত জিআর অর্থ   বিতরণ করা হয়েছে। এসব জিআর চাল ও ক্যাশ (২০১৯ -২০ অর্থবছর) ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মেম্বারদের হাতে তুলে দেন বরকল  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর কুমার  চাকমা। এসময় বরকল ইউনিয়ন পরিষদের সচিব সোনা রঞ্জন চাকমা, উপজেলা খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা  নিশান চাকমা ও  বিভিন্ন  ওয়ার্ডের মেম্বার  সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।    

 

সভায়  আইমাছড়া ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডে সরকারের বিশেষ বরাদ্দ জি. আর চাল দুস্থ পরিবারের মাঝে প্রতি পরিবার ১০কেজি করে ৩শ ২০ পরিবার কে ৩হাজার ২শ কেজি চাল ও জি.অার ক্যাশ(নগদ অর্থ) ৫০ টাকা করে ১৬হাজার টাকা,১, ২,৩,৪ ও ৫নং ওয়ার্ডে হতদরিদ্র জেলেদের মাঝে প্রতি জন কে ৪০কেজি করে ১শ ৮৩ জন কে ৭ হাজার ৩শ ২০কেজি চাল এবং শিশু খাদ্য পরিবর্তে(নগদ অর্থ) প্রতি শিশু ২শ৫০টাকা করে ৬৪ জন শিশুকে ১৬হাজার টাকা অাইমাছড়া ইউনিয়ন পরিষদের ওয়ার্ড মেম্বারদের মাধ্যমে বিতরণ করা হবে।                    

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত