ভূমি বেদখলের প্রতিবাদে পানছড়িতে এলাকাবাসীর বিক্ষোভ

Published: 01 Jul 2020   Wednesday   

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মরাটিলা এলাকায় পাহাড়িদের ভূমি বেদখল ও ফসল ধ্বংস করার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেছে মরাটিলা এলাকাবাসী।

 

মরাটিলা এলাকাবাসী লিটন চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়,মরাটিলায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক মেম্বার অলিন্দ্র লাল ত্রিপুরা, নারী প্রতিনিধি সন্ধ্যা রাণী ত্রিপুরা ও যুব সমাাজের প্রতিনিধি প্রদীপ ত্রিপুরা।

 

বক্তারা অভিযোগ করে বলেন,তবলছড়ি বাজারের পার্শ্বস্থ ভূঁইয়া পাড়ার বাসিন্দা আবদুল মোতালেব ও আনোয়ার দলবল নিয়ে গেল ২২ জুন থেকে ২৮ জুন ২০২০ তারিখের মধ্যে মরাটিলায় দেব রঞ্জন ত্রিপুরার ৫ একর পরিমাণ জায়গা বেদখল করে তার লাগানো পাঁচ বছর বয়সী সেগুন বাগান কেটে দিয়ে সেখানে আম চারা রোপন করেছে। বাধা দিতে গেলে সেটলাররা উল্টো হুমকি দিচ্ছে।

 

বক্তারা অবিলম্বে উক্ত জায়গাটি দখলমুক্ত করে জায়গার মালিক দেব রঞ্জন ত্রিপুরাকে ফেরত ও যথাযথ ক্ষতিপূরণ প্রদান, জায়গা বেদখলকারী সেটলারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ভবিষ্যতে এ ধরনের ভূমি বেদখল বন্ধ করার জন্য সরকারের কাছে দাবি জানান।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত