পাহাড়ে অসহায়, দুঃস্থ ও নিন্ম আয়ের মানুষদের ঘরে ঘরে ত্রান পৌঁছে দিচ্ছে সেনা বাহিনী

Published: 01 Jul 2020   Wednesday   

রাঙামাটির বরকল উপজেলার অসহায়, দুঃস্থ ও নিম্ন আয়ের ৫০ পরিবারের মাঝে ত্রান সহায়তা প্রদান করা  হয়েছে। 
 
বুধবার রাঙামাটি সেনা রিজিয়নের উদ্যোগে জুরাছড়ি  জোন অধিনায়ক লে: কর্ণেল মোঃতানভীর হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে এ কার্যক্রমের বরকলে আয়োজন করা হয়। ত্রান সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, তেল সহ বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী।
 
বরকল সদর বিজিবি সদরপ্তরের প্রঙ্গনে ত্রান সহায়তা বিতরণ কালে  মেজর মন্জুর এবং ক্যাপ্টেন মেহেদীর উপস্থিত ছিলেন। 
 
এ সময় জুরাছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল মো তানভীর হোসেন বলেন, “পাহাড়ে অসহায়, দুঃস্থ ও নিন্ম আয়ের মানুষদের ঘরে ঘরে ত্রান পৌঁছে দিচ্ছে সেনা বাহিনী।
 
তিনি আরো বলেন করোনা মোকাবেলায় পাহাড়ে অসহায়, দুঃস্থ ও নিন্ম আয়ের মানুষদের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত