কাপ্তাইয়ে করোনা ফোকাল পারসন ডাঃ রনিসহ ৩ জনের করোনা পজেটিভ

Published: 09 Jul 2020   Thursday   

 কাপ্তাই উপজেলার স্বাস্থ্য বিভাগের করোনা ফোকাল পারসন ডাঃ ওমর ফারুক রনিসহ ৩ করোনা পজেটিভ এসেছে বৃহস্পতিবার।

 

চট্টগ্রামের বিআইটিআইডি থেকে আসা রিপোর্টে তিনিসহ কাপ্তাইয়ে আরো ২ জনের করোনা পজেটিভ আসে। এরমধ্যে  চন্দ্রঘোনা রেশম বাগান এলাকার এক মহিলা এবং কেপিএম কলাবাগানের এক বাসিন্দা রয়েছে বলে কাপ্তাই স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন। গত ৬ জুলাই তাদের নমুনা নেওয়া হয়েছিল। 

 

করোনায় আক্রান্ত ডা ওমর ফারুক রনি জানান, তিনি প্রতিদিন উপজেলা স্বাস্থ্য বিভাগে ডিউটি করতেন এবং বিভিন্ন মাধ্যম তার কাছ থেকে করোনার রিপোর্ট  সংগ্রহ করতো। ইতিমধ্যে হাসপাতালের অনেকে করোনায় আক্রান্ত হওয়ায় তিনি তাদের সংস্পর্শে এসেছিলেন, তাই গেল ৬ জুলাই তিনিও নমুনা দেন। বর্তমানে তার অবস্থা ভালো থাকায় তিনি তার বাড়ীতে থেকে আইসোলেশনে চিকিৎসা নিবেন।

 

এদিকে, করোনায় আক্রান্ত অপর ২ জন তাদের বাসভবনে থেকে আইসোলেশনে চিকিৎসা নিবেন বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত