বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে জেলা পরিষদের গাছের চারা বিতরণ

Published: 14 Jul 2020   Tuesday   

জাতীর জনক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে রাঙামাটি জেলা পরিষদের বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসাবে রাঙ্গামাটির বরকল উপজেলার ৫ টি ইউনিয়নের ৮০ টি স্কুলের প্রধান শিক্ষকের হাতে ১০০ টি করে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

 

মঙ্গলবার রাঙামাটি সুভলং বাজারের ধামাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের হাতে গাছের চারা তুলে দেন।

 

এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান পাটোয়ারী, বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা শাখার সভাপতি অমল চাকমা, বরকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চিংহেং রাখাইন, বরকল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন মেহেরাজ, বরকল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দোলন দাশ সহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।

 

রাঙামাটির বরকল উপজেলার ৫ টি ইউনিয়নের প্রতিটি স্কুলকে ১০০ করে ৮ হাজার বিভিন্ন প্রজাতির চারা ও গাছ লাগানোর জন্য ১ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত