লংগদুতে সংস্কারপন্থী জেএসএসের এক সদস্য গুলিবিদ্ধ

Published: 15 Jul 2020   Wednesday   

রাঙামাটির লংগদু উপজেলা সদরে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-লারমা) সংস্কার গ্রুপের সুজয় চাকমা (২৩) নামে এক সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। উপজেলা সদরে জেএসএস কার্যালয়ে (বর্তমান সংস্কারের দখলে) পাশে গোডাউন কোয়াটারে মঙ্গবার মধ্যরাত দেড়টার সময় এঘটনা ঘটেছে। 

 

জনসংহতি সমিতি (লারমা) সংস্কার দলের  লংগদু উপজেলা শাখার সভাপতি অলঙ্গ চাকমা জানায়, গতকাল মধ্যরাতে(সন্তু) গ্রুপ ও ইউপিডিএফ গ্রুপের লোকজন যোগসাজসে অস্ত্র নিয়ে এসে তাদের উপর হামলা করেছে। তারা তখন ঘুমাচ্ছিল্মা। তাদের এক সদস্যকে গুলি করে এবং তাকে তালা দিয়ে বাইরে পেট্রোল দিয়ে আগুন ধরানোর চেষ্টা করে। পরে তারা পালিয়ে যায়। এঘটনার জন্য  নিন্দা জানাই।

 

তবে জেএসএস (সন্তু) দলের লংগদু উপজেলার সাধারণ সম্পাদক মনিশংকর চাকমা অভিযোগটি অস্বীকার করেছে। এটা তারা নিজেরাই নাটক সাজিয়ে তাদের উপর দোষ চাপাতে চাচ্ছে বলে তিনি  দাবী করেছেন।

 

জানা গেছে, আহত সুজয়কে প্রথমে লংগদু স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসার শেষে পরে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।  আহত সুজয় চাকমা উপজেলার লংগদু সদর ইউনিয়নের দোজরপাড়া এলাকার রাঙ্গাধন চাকমার ছেলে ।  সে জেএসএস সংস্কারের থানা কমিটির একজন সদস্য বলে সংগঠনের পক্ষ থেকে জানায়। এঘটনায় উপজেলা সদরে সাধারণ পাহাড়িদের মধ্যে চাপা আতংক বিরাজ করছে।

 

লংগদু থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ নুর জানান, গতকাল মধ্যরাতে জেএসএস সংস্কারের এক সদস্য গুলিবিদ্ধ হয়েছে এবং তাকে চিকিৎসার জন্য খাগড়াছড়ি নেওয়া হয়েছে শুনেছি। তবে এনিয়ে এখনও পর্যন্ত কোন পক্ষ থেকে থানায় অভিযোগ করেনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত