রাঙামাটিতে বিশ্ব পর্যটন দিবস পালিত

Published: 27 Sep 2020   Sunday   

রাঙামাটিতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ‘পর্যটন এবং গ্রামীন উন্নয়ন’ এই প্রতিপাদ্যে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।

 

রোববার সকালে জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন বিষয়ে রচনা প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিল্পী রানী রায়, রাঙামাটি পর্যটন করপোরেশন’র ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া, উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা, রাঙামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ তাছাদ্দিক হোসেন কবিরসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রী এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

 

আলোচনা সভায় পর্যটন শিল্পে বিনিয়োগ করলে রাঙামাটিতে পর্যটকদের আগমন বাড়বে বলেন আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। শেষে বিভিন্ন রচনা প্রতিযোগীতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত