কর্ণফুলী পেপার মিলে’র এমডির অসারনের দাবীতে সিবিএ শ্রমিক কর্মচারীদের সংবাদ সম্মেলন

Published: 04 Oct 2020   Sunday   

কাপ্তাই কর্ণফুলী পেপার মিলে’র ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) অপসারণের দাবীতে সংবাদ সম্মেলন করেছে রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিল লিমিটেড (কেপিএম) এর শ্রমিক কর্মচারী পরিষদের (সিবিএ) নেতৃবৃন্দ।

 

রোববার কাপ্তাই প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কেপিএম সিবিএ –এর  সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক। এ সময় সিবিএ এর সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুসহ সিবিএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়,ড.এম এম এ আব্দুল কাদের এমডি  হিসেবে কেপিএমে যোগদানের পর হতে কেপিএমকে একটি লোকসানি প্রতিষ্ঠানে পরিণত করেছেন। প্রায় অর্ধশতাধিক কাল নিরবিচ্ছিন্নভাবে জাতীয় চাহিদার সিংহভাগ কাগজের যোগান দিয়ে প্রতিষ্ঠানটি এশিয়ার বৃহত্তম কাগজ কলের মর্যাদা অর্জন করে। কিন্তু বর্তমানে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সার্বিক অব্যবস্থাপনা এবং চরম স্বেচ্ছাচারিতার কারণে ভয়াবহ সঙ্কটের কবলে পড়েছে এই প্রতিষ্ঠানটি। ফলে এই কারখানার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত লক্ষাধিক পাহাড়ি-বাঙালি মানুষের জীবন-জীবিকা অনিশ্চয়তার মুখে পড়েছে।

 

সিবিএস নেতৃবৃন্দ কর্ণফুলী পেপার মিলকে রক্ষা করতে এমডির  অপসারণের দাবী জানান।--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত