রামগড়ে অস্ত্রসহ তিন ইউপিডিএফ সদস্যকে গ্রেফতার

Published: 07 Oct 2020   Wednesday   

বুধবার খাগড়াছড়ির রামগড় উপজেলার নাঙেল পাড়া নামক গ্রামে  প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর তিন সদস্যকে অস্ত্রসহ আটক করেছে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা।

 

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত গভীর রাত আড়াইটার সময়  নাঙেল পাড়া নামক গ্রামে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা বাসিন্দা অনিল চাকমার বাড়ি ঘেরাও করে তল্লাশি চালায়। গ্রেফাতরকৃত ইউপিডিএফ সদস্যরা হলেন সুবেল ত্রিপুরা সজল (২৫), সাথোই অং মারমা (২৮)  ও  জুয়েল ত্রিপুরা (২৮)।  এসময় তাদের কাছ থেকে ১টি এলজি,২টি কার্তুজ, নগদ ৩২ হাজার টাকা, ৮টি মোবাইল সেট ও কাগজপত্র উদ্ধার করা হয়েছে।

 

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মো: সামসুজ্জামান জানান, আইন-শৃংখলা বাহিনী সদস্যদের অভিযানে আটকৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়া চলছে।

 

এদিকে, এক প্রেস বার্তায় ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অংগ্য মারমা রামগড়ে তিন ইউপিডিএফ সদস্যকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সেখানে অবস্থানরত তিন ইউপিডিএফ সদস্যকে ঘুম থেকে তুলে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। সাংগঠনিক কাজের জন্য তারা সেখানে গিয়েছিলেন। প্রেস বার্তায় রাজনৈতিক দমন-পীড়নের অংশ হিসেবে অন্যায়ভাবে ইউপিডিএফ সদস্যদের গ্রেফতার করা হচ্ছে দাবী করে  তিনি অবিলম্বে গ্রেফতারকৃত তিন ইউপিডিএফ সদস্যকে নিঃশর্ত মুক্তি দেয়ার দাবি জানান। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত