ধর্ষণের প্রতিবাদে রাঙামাটিতে অবস্থান-বিক্ষোভ মিছিল

Published: 09 Oct 2020   Friday   

পাহাড় ও সমতলে নারী-শিশু ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে ও বিচারহীনতার অপসংস্কৃতি বন্ধের দাবিতে পার্বত্য জেলা রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল এগোরোটায় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ‘ধর্ষণের বিরুদ্ধে রাঙামাটি’ এই ব্যানারে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

কর্মসূচিতে জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি অভিজিত বড়–য়ার সভাপতিত্বে বক্তব্য দেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক অনুপম বড়–য়া শংকর, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী, জেলা ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক তাহমিনা আক্তার, কোষাধ্যক্ষ নিউটন চাকমা, রাঙামাটি শহর সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক সুজন তঞ্চঙ্গ্যা, রাঙামাটি কলেজ ছাত্রফ্রন্টের সহ-সভাপতি নিপোলিয়ন চাকমা প্রমুখ।


অবস্থান কর্মসূচি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপায় এসে শেষ হয়।


অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, সারাদেশে নারী-শিশু, ধর্ষণ-যৌন নিপীড়ন মহামারী আকার ধারণ করেছে। পাহাড় কিংবা সমতল কোথায়ও নারী-শিশুরা নিরাপদ নয়। বিচারহীনতার অসংস্কৃতির কারণে ধর্ষণ-নিপীড়নের মতো ঘটনা বন্ধ করা সম্ভব হচ্ছে না। প্রতিবাদ করতে গেলে হামলা-মামলার শিকার হতে হচ্ছে। তাই কেবল আইন প্রনয়ণ নয়, আইন প্রয়োগে সরকারকে আন্তরিক হতে হবে। নারী-শিশু ও ধর্ষণ-নিপীড়নের বিচারকার্যগুলো দ্রুত শেষ করে রায়ের বাস্তবায়ন করা গেলে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে বলে মনে করেন তারা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত